November 8, 2025, 2:45 pm
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

বিশ্বকাপ বাছাই সামনে রেখে ফ্রান্সের স্কোয়াডে ঘোষণা

ক্রীড়া ডেস্ক : নভেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলবে কিলিয়ান এমবাপের ফ্রান্স। ২০১৮ সালের বিশ^চ্যাম্পিয়ন দলটির স্কোয়াড তারকাবহুল হলেও, তাদের চোটের সঙ্গে লড়তে হচ্ছে। এই পরিস্থিতিতেই তাদের নামতে হচ্ছে ২০২৬ বিশ^কাপ নিশ্চিতের লড়াইয়ে। কোচ দিদিয়ের দেশ ফ্রান্সের স্কোয়াড ঘোষণার আগমুহূর্তে চোটের কারণে ছিটকে গেছেন মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনি। ফলে তার জায়গায় এক বছর পর ডাক পেয়েছেন এনগালো কান্তে। এক সময় ইউরোপ মাতানো ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে সৌদি আরবের কাব আল ইত্তিহাদে খেলছেন। তিনি সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন গত বছরের নভেম্বরে। উয়েফা নেশন্স লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচটিতে দলকে নেতৃত্ব দেওয়া কান্তেকে পরবর্তী এক বছরে ডাকেননি বিশ^কাপজয়ী ফরাসি কোচ দেশম। চুয়ামেনির চোট তার কপাল খুলে দিয়েছে। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার অবশ্য নিষেধাজ্ঞার কারণে ফ্রান্সের গত দুই ম্যাচের স্কোয়াডেও ছিলেন না। এদিকে, চোটের কারণে বিশ^কাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচে নেই পিএসজির হয়ে ফর্মে থাকা দুই তারকা উসমান দেম্বেলে ও দিজিরে দুয়েকে। বিশেষ করে ব্যালন ডি’অরজয়ী ফরোয়ার্ড দেম্বেলের জন্য আক্ষেপ ঝরছে ফরাসি কোচের কণ্ঠে, ‘দেম্বেলের জন্য আমার খারাপ লাগছে। সে গত মৌসুমে চোটমুক্ত ছিল। কিন্তু বর্তমানে বারবার চোটে পড়ছে। তাকে দলে না পাওয়াটা ভালো কিছু নয়।’ ফরাসি শিবির চোটজর্জর হলেও অবশ্য তাদের আক্রমণভাগ কিংবা অন্যান্য বিভাগে শক্তি-সামর্থ্যরে কমতি নেই। অধিনায়ক কিলিয়ান এমবাপের নেতৃত্বে খেলতে নামবেন হুগো একিতিকে, ব্র?্যাডলি বারকোলা ও ক্রিস্টোফার এনকুনকুর মতো প্রতিভাবান তারকারা। এ ছাড়া মার্কাস থুরামকে বাইরে রেখে ডাকা হয়েছে র?্যান্ডাল কোলো মুয়ানিকে। পিএসজির ১৯ বছর বয়সী মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমিরেকেও এবার স্কোয়াডে রেখেছেন দেশম। প্রসঙ্গত, আগামী শুক্রবার ইউক্রেন এবং ১৬ নভেম্বর আজারবাইজানের বিপক্ষে বাছাইয়ের লড়াইয়ে নামবে ফ্রান্স। এখন পর্যন্ত বাছাইয়ের ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা ‘ডি’ গ্রæপের শীর্ষে আছে। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ইউক্রেন দুই, ৪ পয়েন্টে আইসল্যান্ড তিন এবং ১ পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান।

বিশ্বকাপ বাছাইয়ের জন্য ফ্রান্সের স্কোয়াড-

গোলরক্ষক : লুকাস শ্যাভেলিয়ার, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা।

ডিফেন্ডার : লুকাস দিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো।

মিডফিল্ডার : এদুয়োর্দো কামাভিঙ্গা, এনগালো কান্তে, মানু কোনে, মাইকেল ওলিসে, ওয়ারেন জাইরে-এমেরি।

ফরোয়ার্ড : মাঘনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চারকি, হুগো একিতিকে, র‌্যান্ডাল কোলো মুয়ানি, জিন-ফিলিপে মাতেতা, কিলিয়ান এমবাপে, ক্রিস্টোফার এনকুনকু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক