কাতার ও যুক্তরাষ্ট্র একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। নতুন এই চুক্তি অনুযায়ী, কাতারের উপর হামলা কিংবা তার সার্বভৌমত্ব লঙ্ঘন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার হোয়াইট হাউজ ঘোষণা করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন চুক্তি অনুযায়ী কাতারের ভূমিতে হামলা কিংবা তার সার্বভৌমত্ব লঙ্ঘন মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে।
হোয়াইট হাউস আরো জানিয়েছে, এই প্রতিরক্ষা চুক্তি কাতারের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি আরো জোরদার করবে।
সূত্রটি জানিয়েছে, কাতারের সুরক্ষায় যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।
সূত্রটি আরো জানিয়েছে, কাতার আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সূত্র : আল জাজিরা