November 17, 2025, 2:55 pm
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

শতভাগ জয়ে বিশ্বকাপের দোরগোড়ায় স্পেন

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের অপ্রতিরোধ্য যাত্রা ধরে রেখেছে স্পেন। শনিবার রাতে জর্জিয়াকে তাদেরই মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত করে ২০২৬ বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে লুইস দে লা ফুয়েন্তের দল বাছাইপর্বে টানা পঞ্চম জয় তুলে নিল। এখন পর্যন্ত কোনো ম্যাচেই গোল হজম করেনি দলটি। প্রতিপক্ষকে হজম করিয়েছে ১৯ গোল।

জর্জিয়ার বরিস পাইচাদজে দিনামো অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ছিলেন না দলের সেরা তারকা লামিনে ইয়ামাল। যদিও এর কোনো প্রভাবই পড়েনি স্পেনের খেলায়। ম্যাচের ১১ মিনিটেই হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। এর মাত্র ১১ মিনিট পর, ফ্যাবিয়ান রুইজের পাস থেকে মার্টিন জুবিমেন্দি ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধের ৩৫ মিনিটে ওয়ারজাবালের পাস থেকে দলের তৃতীয় গোলটি করেন ফেরান তোরেস। বিরতির পর ৬৩তম মিনিটে তোরেসের বাঁকানো ক্রসে মাথা ছুঁইয়ে ওয়ারজাবাল নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি নিশ্চিত করেন। এই জয়ে ‘ই’ গ্রæপে ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল স্পেন। তাদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে তুরস্ক। গ্রæপের পরবর্তী ম্যাচে তুরস্কের বিপক্ষে বড় ব্যবধানে হার এড়াতে পারলেই (৭-০ গোলের বেশি ব্যবধানে না হারলে) ফিফা র?্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটির বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক