বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে ঢালিউডে নতুন জল্পনা শুরু হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার উঠে এসেছে শাকিব খান। কয়েক মাস আগে ঢাকায় এসে হানিয়া এক আয়োজনে জানিয়েছিলেন, শাহরুখ খানের চাইতে তাঁর পছন্দ শাকিব খানকে বেশি। সেই মন্তব্যের পর থেকেই গুঞ্জন বাড়ছিল। আর সে গুঞ্জন এবার আরও জোরালো হলো শাকিব খানের সাম্প্রতিক এক মন্তব্যে। গত সেপ্টেম্বরে বহুজাতিক একটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন হানিয়া আমির। সেখানে তিনি বলেন, তাঁর মনে হয়েছে এই দেশের মানুষ শাকিব খানকে খুব ভালোবাসেন, তাই তিনিও শাকিবকেই পছন্দ করেন। সেই বক্তব্য ছড়িয়ে পড়তেই দুই দেশের ভক্তদের মধ্যে আলোচনা তৈরি হয়। এরপরই গুঞ্জন ওঠে, দুজনে নাকি একসঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন। এই আলোচনা ঘিরে শাকিব খান মুখ খুলেছেন একটি ভøগে। কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাই শুক্রবার বিকেলে তাঁর ইউটিউব চ্যানেলে ভøগটি প্রকাশ করেন।
ভিডিওতে দেখা যায়, সপ্তাহখানেক আগে বনানীতে একটি ব্র্যান্ডের শোরুম উদ্বোধনে শাকিবের সঙ্গে দেখা হয় তাঁর। সেখানে রাফসানকে দেখেই শাকিব খান মজা করে বলেন, তাঁর নাকি অনেক ভøগ দেখেছেন হানিয়াকে নিয়ে। পাশে থাকা একজন তখন জানতে চান, হানিয়া কি সত্যিই শাকিবের সঙ্গে সিনেমা করছেন। উত্তরে শাকিব খান জানান, একটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। কোন সিনেমা নিয়ে আলোচনা চলছে, তা স্পষ্ট করেননি নায়ক। বর্তমানে তিনি সোলজার নামে একটি সিনেমার কাজ করছেন, যেখানে তাঁর সহশিল্পী তানজিন তিশা এবং জান্নাতুল ঐশী। একই সঙ্গে প্রিন্স, ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা সিনেমায়ও তাঁকে দেখা যাবে। শোনা যাচ্ছে, সেই ছবিতে তাসনিয়া ফারিণের অভিনয়ের সম্ভাবনা রয়েছে। ফলে হানিয়া আমির কোন প্রকল্পে যুক্ত হতে পারেন, তা এখনও পরিষ্কার নয়।
হানিয়া বর্তমানে নতুন টিভি সিরিয়াল মেরি জিন্দাগি হ্যায় তু তে কাজ করছেন। এতে তিনি প্রথমবারের মতো অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে অভিনয় করছেন। সিরিয়ালটি ৭ নভেম্বর থেকে প্রচার শুরু হয়েছে। এর আগে ২০২৪ সালে কাভি মে কাভি তুম সিরিয়ালে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। পাশাপাশি সরদারজি ৩ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাঁর।
শাকিব হানিয়ার সঙ্গে কাজের বিষয়ে জানিয়েছেন, আলোচনার শুরু হলেও চ‚ড়ান্ত কিছু হয়নি। তবে তাঁর এই স্বীকারোক্তি দুই দেশের দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, এই আলোচনার পথে সত্যিই কোনো নতুন সিনেমা আসে কি না।