নিজস্ব প্রতিবেদক : সোমবার বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীর সারাদেশের ২৩৭টি আসনের প্রার্থিতা ঘোষণা করেন। কিন্তু বিএনপির প্রার্থী ঘোষণায় আনন্দের বিপরীতে চলছে অসন্তোষ।
গাজীপুর-৪, কাপাসিয়ায় বিএনপির প্রার্থী ঘোষণায় আনন্দের বন্যা : গাজীপুর-৪, কাপাসিয়া থেকে শাহ্ রিয়াজুল হান্নানকে বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণায় উপজেলা জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। গত সোমবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে আনুষ্ঠানিক ভাবে দলীয় মনোনয়ন ঘোষণা করেন। দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার সময় শাহ রিয়াজুল হান্নান তাঁর নির্বাচনী এলাকা কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নে একটি কর্মশালায় ছিলেন। এসময় সাথে ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা ও উপজেলা বিএনপির নেতা আফজাল হোসাইন, উপজেলা বিএনপির আহŸায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসকাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা যুবদলের আহŸায়ক ফরিদুল আলম বুলু, সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহŸায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন ভ‚ঁইয়া মানসুর, সাধারণ সম্পাদক মুকসেদুল হক খান, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল প্রমুখ। এসময় এলাকার হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা আনন্দে ফেটে পড়েন। তারা মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় এবং বিশেষ দোয়া করেন।
বরগুনা-১ আসন বিএনপি’র প্রার্থী নজরুল ইসলাম মোল্লার অনুসারীদের আনন্দ মিছিল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপি’র আহবায়ক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসন থেকে দলের মনোনয়ন পাওয়ায় তালতলী উপজেলা বিএনপি’ র আহŸায়ক মোঃ শহিদুল হকের নেতৃত্বে ও যুগ্ন আহবায়ক এবং তালতলী ব্যবসায়ী সমিতির সভাপতি মাহাবুবুল আলম মামুন এর নেতৃত্বে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো গত সোমবার সন্ধ্যার পরে পৃথক পৃথক ভাবে এক আনন্দ মিছিল ও পথসভা করেছে। মনোনয়ন প্রাপ্তিতে শহরে তারা উচ্ছ¡াস প্রকাশ করেন। নেতাকর্মী ও সাধারণ মানুষের উৎফুল্ল উপস্থিতিতে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে এক পদ সভায় মিলিত হন আহবায়কের গ্রæপ। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শহিদুল হক বিএনপি’র ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের’ ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। আহবায়ক তার বক্তব্যে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে মোঃ নজরুল ইসলাম মোল্লাকে বিজয় সুনিশ্চিত করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান। সাতীরা-৩ আসনে শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় অর্ধদিবস হরতাল পালিত: সাতীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় সাতীরার নলতায় অর্ধ দিবস হরতাল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তার কর্মী-সমর্থকরা। গতকাল মঙ্গলবার সাতীরা-কালিগঞ্জ সড়কের নলতা হাসপাতাল মোড়ে টায়ার জ্বলাগিয়ে রাস্তা আটকে দেন তারা। এ সময় মুহুর্মুহু ¯েøাগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা। এতে দীর্ঘ যানজট তৈরি হয় সাতীরা-মুন্সিগঞ্জ সড়কে। এসময় বন্ধ ছিল নলতা বাজারের দোকানপাট। জনভোগান্তি চরমে ওঠে। এক পর্যায়ে সাতীরা-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি কাজী আলাউদ্দীনের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেওয়া হয়। অবরোধ কর্মসূচিতে নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা ডা. শহিদুল আলমকে
মনোনয়ন না দিলে আসনটিতে বিএনপি হারবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হুঁশিয়ার করেন। অবরোধ-বিােভের মুখে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন স্থগিত : মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনে দলীয় প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। এ আসনে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। গতকাল মঙ্গলবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। কেবল বলা হয়েছে, অনিবার্য কারণবশত ঘোষিত মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো। এর আগে গত সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এতে মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লা মনোনয়ন পান। এ খবর ছড়িয়ে পড়লে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিােভ করেছেন এ আসনে মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির আহŸায়ক কমিটির যুগ্ম আহŸায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর অনুসারীরা। গত সোমবার রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে তারা এ কর্মসূচি পালন করেন। প্রায় দুই ঘণ্টা অবরোধের কারণে এক্সপ্রেসওয়ের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তেেপ অবরোধ তুলে নিলে রাত ৯টা ৫০ মিনিট থেকে যান চলাচল শুরু হয়। বিােভকারীদের দাবি, বিএনপি ঘোষিত প্রার্থী কামাল জামানকে পরিবর্তন করে লাভলু সিদ্দিকীকে মনোনয়ন দিতে হবে। তাকে বাদ দেওয়া মানবেন না তারা। কামাল জামান শিবচর উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক। তাকে বাদ দিতে হবে।
কুষ্টিয়ায় মনোনয়ন না পেয়ে বিএনপি নেতার অনুসারীদের সড়ক অবরোধ-বিােভ : কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিােভ করেছেন তার অনুসারী নেতাকর্মীরা। গত সোমবার রাত ৯টার দিকে শহরের মজমপুর রেলগেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান