November 5, 2025, 11:43 am
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে ২৩৭ আসনে প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রথম পর্যায়ে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার পুরনো আসন বগুড়া-৭ ও ফেনী-১ এর সঙ্গে প্রথমবারের মত দিনাজপুর-৩ আসনে নির্বাচন করবেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার ভোট করবেন বগুড়া-৬ আসন থেকে। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রার্থী হবেন।

সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সম্ভাব্য প্রার্থীদের নাম পড়ে শোনান মির্জা ফখরুল।

তিনি বলেন, “আজকে ২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলের সাথে কথা বলে যে সমস্ত আসন আমরা ঘোষণা করিনি, তারা আসতে পারেন।

“অথবা আমাদের আসনও আমরা পরিবর্তন করতে পারি এটা আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি। একই সঙ্গে আমরা বলতে চাই, এটা আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা।”

২৩৭টি আসনের মধ্যে কেবল খালেদা জিয়াই একাধিক আসনে প্রার্থী হয়েছেন। তার তিনটিসহ মোট ১২টি আসনে ১০ জন নারী বিএনপির মনোনয়ন পেয়েছেন।

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন। জরুরি অবস্থার মধ্যে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছাড়ার পর গত ১৭ বছর ধরে তিনি বসবাস করছেন লন্ডনে।

নভেম্বরেই তার দেশে ফেরার কথা বিএনপি নেতারা বলে এলেও সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা হয়নি।

তিন দফা সরকারে থাকা বিএনপি ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে পেয়েছিল ৩০টি আসন। সেই নির্বাচনে জয় পাওয়া আওয়ামী লীগ পরের তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনে জিতে একটানা মতায় ছিল।

এর মধ্যে ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বিএনপি বর্জন করে। ২০১৮ সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে ভোট করে মাত্র পাঁচটি আসন পায় বিএনপি।

২০২৪ সালের ৫ অগাস্ট অভ্যুত্থানে মতা হারানো আওয়ামী লীগ এবার ভোটের মাঠে নেই। সে কারণে আগামী নির্বাচনে জিতে মতায় ফেরার স্বপ্ন দেখছে বিএনপি।

দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আছেন কুমিল্লা-১ আসনে খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ আসনে আবদুল মঈন খান, চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার-১ আসনে সালাহ উদ্দিন আহমদ, সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ ও দিনাজপুর-৬ আসনে এজেডএম জাহিদ হোসেন ধানের শীষ পাচ্ছেন।

ভাইস চেয়ারম্যানদের মধ্যে পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরী, নোয়াখালী-৩ আসনে বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ আসনে মোহাম্মদ শাহজাহান, ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টু, মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরী, কুমিল্লা-৩ আসনে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, টাঙ্গাইল-৮ আসনে আহমেদ আজম খানকে প্রার্থী করছে বিএনপি।

চেয়ারপারসনের উপদেষ্টামÐলীর সদস্যদের মধ্যে কুমিল্লা-৬ আসনে মনিরুর হক চৌধুরী, ঢাকা-২ আসনে আমান উল্লাহ আমান, নোয়াখালী-১ আসনে মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৪ আসনে জয়নুল আবদিন ফারুক, বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন, বরিশাল-৫ আসনে মজিবুর রহমান সারোয়ার, নেত্রকোণা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর, কুড়িগ্রাম-৩ আসনে তাজভীর উল ইসলাম, পাবনা-৪ আসনে হাবিবুর রহমান হাবিব, ব্রাহ্মণবাড়ীয়া-৪ আসনে মুশফিকুর রহমান, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, মানিকগঞ্জ-২ আসনে মঈনুল ইসলাম খান, সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহমিনা রশদীর লুনা, লীপুর-২ আসনে আবুল খায়ের ভুঁইয়া, সিলেট-৬ আসনে এনামুল হক চৌধুরী, টাঙ্গাইল-২ আসনে আবদুস সালাম পিন্টু, ফেনী-২ আসনে জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান এবং মৌলভীবাজার-৩ আসনে নাসের রহমান দলের মনোনয়ান পাচ্ছেন।

প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বেলা ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক বসে। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। টানা সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

চার মাস আগে জামায়াতে ইসলামী প্রার্থী তালিকা ঘোষণা করে। এরপর ইসলামী আন্দোলন, বাংলাদেশ, খেলাফত মজলিশ, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এলডিপি এবং সর্বশেষ লেবার পার্টি আলাদা আলাদাভাবে প্রার্থী তালিকা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক