নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। রাজধানীতে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের আর্থিকখাত, করব্যবস্থা, টেকসই অর্থনীতি এবং সামাজিক উন্নয়ন বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। বৈঠকটি হয় জামায়াত আমিরের কার্যালয়ে। নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের ঢাকাস্থ আঞ্চলিক অফিসের পরিচালক জঁ ডেনিস পেসমে। তার সঙ্গে ছিলেন বিশ^ব্যাংকের ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মেহরিন এ মাহবুব এবং অপারেশন ম্যানেজার গায়েল মার্টিন। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান, সাবেক সিনিয়র সচিব মুহাম্মাদ সফিউল্লাহ এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান। এই আলোচনায় দেশের আর্থিকখাতের অবকাঠামো পুনর্গঠন, সংস্কার প্রক্রিয়ার স্থায়িত্ব, করব্যবস্থার দুর্বলতা, সামাজিক খাতে বিনিয়োগের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা বলেন, অর্থনীতি শক্তিশালী করতে কাঠামোগত পরিবর্তন অপরিহার্য এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা কার্যকর ভ‚মিকা রাখতে পারে। বৈঠকে সামগ্রিক উন্নয়ন অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। বিশ^ব্যাংক প্রতিনিধি দল বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রমে অংশীজনদের মতামত ও দৃষ্টিভঙ্গি বোঝাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। তাদের বক্তব্য অনুসারে, অর্থনীতি ও সামাজিক খাতে টেকসই উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সংলাপ বাড়ানো জরুরি। জামায়াতের পক্ষ থেকেও দেশীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বৈঠকে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তবে অর্থনীতি ও উন্নয়ন প্রক্রিয়া নিয়ে উভয় পক্ষের এই মতবিনিময়কে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।