November 19, 2025, 9:34 pm
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : লাল-সবুজের জার্সিটা হামজা চৌধুরী-শমিত সোমদের গায়ে উঠতেই বদলে গেছে বাংলাদেশ। হংকংয়ের বিপে এখন হাড্ডাহাড্ডি লড়াই হয়। ভারত হয়ে যায় আন্ডারডগ। তবু হংকংয়ের বিপে নিশ্চিত ড্র ম্যাচ হতাশার সমতা দেখতে হয়েছে। নেপালের বিপে জেতা ম্যাচ হয়েছে ড্র। হতাশার ওই বৃত্ত ভেঙে মঙ্গলবার ভারতের বিপে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ২২ বছর পর ভারতকে হারানোর কীর্তি গড়েছে।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি ছিল এফসি এশিয়ান কাপের বাছাইপর্বের। দুই দলেরই মূল পর্বের আশা আগেই শেষ হয়েছে। তবু ভারতের বিপে ম্যাচে উচ্ছ¡াসের কমতি ছিল না। ম্যাচটা নিয়মরার হলেও লড়াই যে মর্যাদার। হামজাদের সমর্থন দিতে গ্রæপ পর্বের শেষ এই ম্যাচেও তাই গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ।

ঘরের মাঠে ভরা গ্যালারির সুবিধা নিয়ে শুরু থেকে আক্রমণ করে খেলতে থাকে বাংলাদেশ। তারই ফল পায় ১৩ মিনিটে শেখ মোরসালিনের গোলে। দলের নাম্বার টেন রাকিব গতির সঙ্গে বল নিয়ে প্রতিপরে বক্সের মুখে ঢুকে বাঁ পায়ের টোকায় দারুণ এক পাস দেন। মোরসালিন আলতো টোকায় জালে বল পাঠিয়ে উদযাপনে মাতেন। জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ভাসে উচ্ছ¡াসে।

ওই গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ভারত। সেন্ট্রাল ডিফেন্ডার তারিক কাজী ইনজুরি নিয়ে মাঠ ছাড়লে কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশও। আক্রমণে তুলে খেলার চেষ্টা করা ভারত প্রথমার্ধে ভালো একটা সুযোগও পেয়েছিল। ফাঁকা পোস্টে গোল হওয়ার মতো শট নিলেও হামজা চৌধুরী দারুণ বুদ্ধিমত্তায় অনেকটা দৌড়ে পজিশন নিয়ে লাফিয়ে দুর্দান্ত হেডে তা বিপদমুক্ত করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ বল পায়ে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে। ভারত সেভাবে গোল শোধ করার সুযোগ তৈরি করতে পারেনি। তবে শেষটায় ম্যাচের গতি কমিয়ে রণাত্মক খেলার চেষ্টা করতেই বল লাল-সবুজের দলের অর্ধে বলের চাপ বাড়তে থাকে। শেষ ১০ মিনিট গোল শোধ করতে বেশি কিছু আক্রমণ তোলে ভারত। তবে হামজা-শমিতের সঙ্গে জায়ান-তপুর রণে বল মিতুল মারমার জাল ছোঁয়ার সুযোগ পায়নি।

এর আগে ভারতের বিপে ২০০৩ সালে ঢাকাতে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ। দুই দল এ পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ আজকের জয় দিয়ে ৪বার শেষ হাঁসি হেসেছে। ১৩টি করে ম্যাচে সমতা ও পরাজয় দেখেছে। এবারের এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম লেগে শিলং থেকে হামজার অভিষেক ম্যাচে দাপট দেখিয়ে গোল শূন্য সমতা করেছিল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক