বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান যেন প্রতিবারই নিজেকে নতুনভাবে হাজির করেন। অভিনয়ের গুণে যেমন দর্শকের মন জয় করেছেন, তেমনি ফ্যাশন সেন্সেও তিনি সমানভাবে অনবদ্য। কখনো সাধারণ শাড়ির মায়ায়, কখনো ট্রেন্ডি ওয়েস্টার্ন পোশাকে সব ক্ষেত্রেই তিনি অনায়াসে ছড়িয়ে দেন নিজের স্বতন্ত্র আবেদন। তবে শাড়িতে সাদিয়ার রূপ যেন আরও বেশি নরম, আরও বেশি হৃদয় ছোঁয়া।
সাম্প্রতিক এক ফটোসেশনে নীল শাড়ি ও মানানসই বøাউজে সাদিয়া যেন হয়ে উঠেছিলেন এক প্রশান্ত বিকেলের প্রতিচ্ছবি। নীলের শান্ত রঙে মিশে ছিল একধরনের মুগ্ধতা, যেন চোখের সামনে শান্ত নদীর ঢেউ খেলছে। ইএফ ক্রিয়েশনের বøক পাড়ের এই শাড়িতে তিনি বেছে নিয়েছিলেন সম্পূর্ণ মিনিমাল সাজ-অতিরিক্ত কিছু নয়, কেবল সৌন্দর্যের সরল প্রকাশ। চুল মাঝসিঁথি করে খোলা, হালকা কার্লে দুলছে হাওয়ার ছোঁয়ায়। চোখে সূ² কাজল, ঠোঁটে হালকা ন্যুড শেডের রঙ, আর কপালে ছোট্ট টিপ সব মিলিয়ে এক নিখুঁত স্নিগ্ধতা। যেন বাংলা উপন্যাসের কোনো নায়িকা জীবন্ত হয়ে উঠেছে আধুনিকতার মোলায়েম ছোঁয়ায়।
অলংকারে ছিল কেবল একটি পেনডেন্ট চেইন, কানে ছোট স্টাড, আর হাতে নীল চুড়ি সরল কিন্তু নিখুঁত সমন্বয়।
সাদিয়ার এই এথনিক লুক দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন, কেউ কেউ লিখেছেন, এমন প্রশান্তি শুধু নীলের ছোঁয়াতেই সম্ভব।