নজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশে সূত্রাপুর থানাধীন ৩নং মোহিনী মোহন দাস লেনের একটি হোল্ডিংয়ের অযৌক্তিক লিজ বাতিলের প্রতিবাদে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী হোল্ডিংয়ের বাসিন্দারা বলেন, “অযৌক্তিক লিজ বাতিল মানি না, মানবো না।” তারা দাবি জানান, লীজ বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং পূর্ণবাসনের ব্যবস্থা ছাড়া কোনো লিজ বাতিল মেনে নেওয়া হবে না। অংশগ্রহণকারীরা আরও জানান, বাসস্থান মানুষের মৌলিক অধিকার-এ অধিকার থেকে কাউকে বঞ্চিত করা সংবিধানবিরোধী। তারা প্রশাসনের কাছে দ্রæত ন্যায়সঙ্গত সমাধানের আহŸান জানান।