October 5, 2025, 6:12 pm
শিরোনাম :
বেলজিয়াম প্রবাসী সবুজ এর, প্রতারণা ও বিলাসিতার গল্প ঢাকা সূত্রাপুরে অযৌক্তিক লিজ বাতিলের প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ থেকে থানায়: সাংবাদিক সুরায় পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির দৃঢ় পদপে টাইগাররা আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় জয় দিয়ে নিহত ২ , পুলিশ স্টেশনে আগুন : মরক্কোয় সরকারবিরোধী জেন-জি বিক্ষোভ কিংবদন্তি নায়িকা পারভিন বেবির বায়োগ্রাফিতে তৃপ্তি দিমরি বুধবার রাত ১২টার পর যুক্তরাষ্ট্রে , শাটডাউন শুরু করবে মার্কিন সরকার। এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় ঢাবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ক্যাম্পাস স্ট্যান্ডআপ কমেডি শো ‘হাসির আড্ডা’ দোহা-ওয়াশিংটন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর কাতারের উপর হামলা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বিবেচিত হবে
ব্রেকিং নিউজ :

বেলজিয়াম প্রবাসী সবুজ এর, প্রতারণা ও বিলাসিতার গল্প

নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জের লৌহজং এলাকার এক সময়ের সাধারণ তরুণ  সবুজ জীবনে এখন নানা বিতর্কে ঘেরা। প্রবাসে স্থায়ী হওয়ার পর থেকেই এই বেলজিয়াম প্রবাসীর প্রেম, প্রতারণা ও বিলাসিতার নানা কাহিনি ঘুরছে আলোচনায়।

জানা গেছে, প্রায় চার বছর প্রেমের সম্পর্ক ছিল সবুজ সঙ্গে তানিয়া নামের এক তরুণীর। কিন্তু ২০০৬ সালে হঠাৎ করেই নি¤œবিত্ত পরিবারের এক মেয়েকে বিয়ে করে বৈবাহিক জীবনের সূচনা করেন তিনি। বিয়ের পরও পুরোনো প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখেন সমান তালে। এরই মধ্যে প্রথম স্ত্রী গর্ভবতী হলে, ২০০৭ সালে প্রবাসী এক নারীর সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন সবুজ । তথ্য গোপন করে সেই নারীকে প্রেমের ফাঁদে ফেলে শেষ পর্যন্ত বিয়ে করেন। পরবর্তীতে ২০১০ সালে বিলাসিতার আশায় স্ত্রী ও সন্তানকে ফেলে বেলজিয়ামে পাড়ি জমান।

প্রবাসে পৌঁছে প্রথমে সব কিছু গোপন রাখলেও সময়ের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর কাছে তার অতীত উন্মোচিত হয়। কিন্তু তাতেও থামেননি তিনি।

ও বাংলাদেশ— দুই দেশেই বিভিন্ন নারীর সঙ্গে যোগাযোগ রা করে চলেছেন তিনি। অভিযোগ আছে, এমন কিছু সম্পর্কও তিনি গড়ে তুলেছেন যেগুলো সামাজিক ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য।

তার এই আচরণে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রায়ই দ্ব›দ্ব সৃষ্টি হতো। প্রতিবার ধরা পড়লে মা চেয়ে সবকিছু ঠিক করার প্রতিশ্রæতি দিতেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই আবারও পুরোনো অভ্যাসে ফিরে যেতেন।

সবুজ এই জীবনধারা এখন প্রবাসী সমাজে নিন্দার ঝড় তুলেছে। অনেকেই বলছেন, ব্যক্তিগত অনিয়ন্ত্রণ ও নৈতিক অবয়ের এই উদাহরণগুলো প্রবাসী জীবনের ভাবমূর্তিকেও তিগ্রস্ত করছে।

চলবে-

পরবর্তী পর্বে: রিয়াজের ভুয়া পরিচয় ও গোপন সম্পর্কের নেপথ্য কাহিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক