দেবাশীষ মজুমদার : সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মুন্সিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী খোরশেদ আলম রিন্টুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তার নিজ গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার সাধারণ মানুষ উপস্থিত হয়ে রিন্টুর উন্নয়নমূলক কাজ ও মানবিক চরিত্রের প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী সাংবাদিক ঐক্য পরিষদের প্রেসিডেন্ট এডভোকেট পিকে আবদুর রব এবং সাংগঠনিক সম্পাদক অসিত চক্রবর্তী। পাশাপাশি পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য সঞ্জয় মোদক, অনিক ইসলাম, দেবাশীষ মজুমদার ও মো. জাহিদ ।
সম্মাননা গ্রহণ করে খোরশেদ আলম রিন্টু বলেন- “জনগণের ভালোবাসাই আমার শক্তি।
এলাকার উন্নয়ন, অধিকার ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। এই সম্মাননা স্মারক প্রদানের জন্য আইনজীবী সাংবাদিক ঐক্য পরিষদ, উপস্থিত সাংবাদিক এবং এলাকার মানুষদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”