দেবাশীষ মজুমদার : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান এর উদ্যোগে “পুরান ঢাকার ঐতিহ্য রায় ঘোড়ার গাড়ির র্যালি” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর ২০২৫, সকাল ৯টায় সুরিটোলা স্কুল প্রাঙ্গণ থেকে র্যালির সূচনা হয়। পুরান ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে তা শেষ হয় ইত্তেফাক মোড়ে। র্যালিতে হাজারো মানুষের অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এই র্যালির মূল ল্য ছিল পুরান ঢাকার বিলুপ্তপ্রায় ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসকে জনমানসে নতুন করে ফিরিয়ে আনা এবং নাগরিকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। নানা বয়সের মানুষ ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির সঙ্গে এই ব্যতিক্রমী আয়োজনে যুক্ত হয়ে অতীতের স্মৃতিকে পুনর্জাগরিত করেন। এসময় বক্তব্যে ড. আব্দুল মান্নান বলেন,
“আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যই আমাদের পরিচয়। র্যালির মাধ্যমে আমরা জনগণের মাঝে ঐতিহ্য সংরণের বার্তা পৌঁছে দিতে চাই। ঘোড়ার গাড়ি পুরান ঢাকার ইতিহাসের
একটি মূল্যবান অংশ, যা আগামী প্রজন্মের জন্য রা করা প্রয়োজন।” তিনি আরও বলেন,
“আমরা পুরান ঢাকার ঐতিহ্য ধারণ করেই আধুনিক পুরান ঢাকা গড়ে তুলতে চাই। আমাদের স্লোগান— ‘আর নয় অবহেলা, আধুনিক হবে পুরান ঢাকা।’ পুরান ঢাকার সকল সমস্যার চিহ্নিতকরণ সম্পন্ন হয়েছে। এখন জনগণের সমর্থন নিয়ে পুরান ঢাকা হবে একটি আধুনিক, সুবিধাসম্পন্ন ও বাসযোগ্য জনপদ।” র্যালিতে ছিল সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক
Reporter Name 












