নিজস্ব প্রতিবেদক : ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ তিন দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি শিাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক-কর্মচারীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী- আজ মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও শিকদের ঢাকায় অবস্থান কর্মসূচিসহ সব আন্দোলন চলবে। গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিকদের প থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্য দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, গতকাল সোমবার রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেওয়া হয়, তাহলে সচিবালয় অভিমুখে লং মার্চ ও চলমান কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলবে। অধ্য দেলোয়ার হোসেন আজিজী বলেন, মন্ত্রী-উপদেষ্টাদের ছেলেমেয়েরা বেসরকারি এমপিওভুক্ত শিাপ্রতিষ্ঠানে পড়েন না, তাই তাদের কোনো চিন্তাও নেই। আমরা দীর্ঘদিন বঞ্চিত। এভাবে আর নয়। এবার দাবি আদায় করেই ঘরে ফিরবেন শিকরা।
২০ শতাংশ হারে বাড়িভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিপে ও আটকের প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) সারা দেশে এমপিভুক্ত শিকদের কর্মবিরতি চলছে। আর কেন্দ্রীয়ভাবে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। রবিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসকাবের অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ সম্পর্ক উন্নয়নে শিার্থীদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে বিশ্ববিদ্যালয় শিকদের পরামর্শ দেন। তিনি বলেন, শিার্থীদের আকাঙ্া ও চাহিদা অনুধাবন করতে বিশ্ববিদ্যালয়ের শিকদের আরও বেশি করে শিার্থীদের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। শিার্থীদের কল্যাণ নিশ্চিত করাই শিকদের প্রধান কাজ হওয়া উচিত। শিার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে বলেই আমরা শিক। বিশ্ববিদ্যালয়ের শিকদের জন্য সময়োপযোগী প্রশিণ আয়োজন এবং তাদের জন্য একটি আদর্শ ট্রেনিং সেন্টার গড়ে তোলার কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি। সভাপতির বক্তব্যে অধ্যাপক তানজীমউদ্দিন খান বলেন, ছাত্র-শিক সম্পর্কোন্নয়ন, আত্ম-উন্নয়ন এবং আত্ম-বিশ্লেষণের জন্য শিকদের প্রশিণ খুবই প্রয়োজন। খোলা মনে বিশ্ববিদ্যালয় শিকদের এই প্রশিণে অংশগ্রহণ এবং প্রশিণের দুর্বল দিক চিহ্নিত করতে অংশগ্রহণকারীদের আহ্বান তিনি। অধ্যাপক আনোয়ার হোসেন শিার মানোন্নয়ন ও শিার্থীদের কর্মপোযোগী মানবসম্পদ হিসেবে তৈরি করারক্ষেত্রে প্রশিণ কতটুকু কার্যকর তবে তা খতিয়ে দেখার সুপারিশ করেন। তিনি বলেন, শিার মানোন্নয়ন ও শিার্থীদের চাহিদা নিরূপণ এই প্রশিণের মূল উদ্দেশ্য হওয়া উচিত। অধ্যাপক মাছুমা হাবিব জানান, হিট প্রকল্পের আওতায় কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় শিকদের জন্য প্রশিণের আয়োজন করা হয়েছে। অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, বিশেষায়িত দতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিকতা পেশায় কেউ আসেন না। প্রশিণের মাধ্যমে এটি অর্জন করতে হয়। বাউবি উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় শিকদের পেশাগত দতা উন্নয়নে দীর্ঘমেয়াদি কোনও প্রশিণ কর্মসূচি দেশে নেই। ইউজিসি’র তত্ত্বাবধানে শিকদের দতা বৃদ্ধির এ প্রশিণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। উদ্বোধন অনুষ্ঠানে বাউবি উপ-উপাচার্য অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস ও অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, কোষাধ্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার টিএম আসাদুজ্জামান, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ইউজিসি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, স্ট্র্যাটেজিক প্লানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকারসহ ইউজিসি, বাউবি ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিট প্রকল্পের প্রোগ্রাম অফিসার আবু তালেব মু. মুনীর।