October 18, 2025, 11:38 pm
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

সংসদ ভবনের সামনে পুলিশ-‘জুলাই যোদ্ধা’ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দণি প্লাজায় পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ¯েøাগান দিচ্ছেন আন্দোলনকারীরা। পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত ‘রোড বøকার’গুলো একত্রিত করে আগুন ধরিয়ে দেন তারা। গতকাল শুক্রবার জুমার নামাজের পরপরই পুলিশ ও জুলাই যোদ্ধারা মুখোমুখি অবস্থান নেন। আগে থেকে মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন দুই পই সংঘর্ষে জড়িয়ে পরে। এর আগে সকাল সাড়ে ১০টায় জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও নিজেদের দায়মুক্তিসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের দণি প্লাজায় জুলাই সনদ সইয়ের মঞ্চে অবস্থান নেন ‘জুলাই যোদ্ধারা’। তারা দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়েন। জুলাই যোদ্ধাদের তিনটি দাবি হলো- জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেওয়া। আমরা জুলাই যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মাজহারুল ইসলাম আপন দুপুর ১২টায় জানিয়েছিলেন, গত বৃহস্পতিবার রাত থেকেই তারা সংসদ ভবনের দণি প্লাজার সামনে বিােভ করেছেন। কিন্তু সরকারের প থেকে কোনো যোগাযোগ করা হয়নি। তাই বাধ্য হয়েই সদস্যরা জুলাই মঞ্চের সামনে অবস্থান নেন। এদিকে, জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বার অনুষ্ঠানের আগে পুলিশের লাঠিচার্জে আহত অন্তত ১০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন। তবে হাসপাতাল পুলিশ বলছে আহতদের সংখ্যা ধাপে ধাপে বাড়তে পারে। গতকাল শুক্রবার দুপুর ২টার পর থেকে একে একে আহতদের হাসপাতালটিতে নিয়ে আসা হয়। আহতরা হলেন, সিনথিয়া মিম, শফিকুল ইসলাম, শফিউল্লাহ, হাবিব উল্লাহ, তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আতিকুল গাজী, রাকিব ও লাইলি। আহত আতিকুল গাজী জানান, তার বাসা উত্তরা এলাকায়। গতকাল শুক্রবার স্বার হতে যাওয়া জুলাই সনদের অনুষ্ঠানে তারা মানিক মিয়া এভিনিউতে এসেছিলেন। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে। লাঠির আঘাতে আহত হন তারা। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়। তবে আহতদের সংখ্যা ধাপে ধাপে বাড়তে পারে। জুলাই সনদ বাতিলের দাবিতে সংসদ ভবন এলাকায় বিােভ : জুলাই জাতীয সনদ স্বারকে বিতর্কিত আখ্যা দিয়ে জাতীয় সংসদ ভবনের দণি প্লাজার সামনে বিােভ করছেন ‘জুলাইযোদ্ধারা’। তারা বলেন, এই সনদ তারা মেনে নেবেন না। কারণ, এতে জুলাই আন্দোলনে আহতদের অবমূল্যায়ন করা হয়েছে। এ সময় যোদ্ধাদের ওপর হামলার বিচার দাবি করেন তারা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্বার অনুষ্ঠান শেষ হওয়ার পর শতাধিক জুলাইযোদ্ধা মিছিল নিয়ে সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের প্রবেশে বাধা দেয়। পরে নিরাপত্তা বেস্টনিতে দাঁড়িয়ে বক্তব্য রাখেন নেতারা। তারা বলেন, এই সনদ ভারতের প্রেসক্রিপশনে হয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে দেশের মানুষের কোনও প্রত্যাশার প্রতিফলন হয়নি। তাই এটি বাতিল করতে হবে। আমরা এটি মানি না। ‘আমরা জুলাইযোদ্ধা আন্দোলনের’ সংগঠক ইয়াসিন নূর বলেন, জুলাইয়ে আহতদের মারধর করে স্বার করা এই সনদ বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কারণ, এর আইনি ভিত্তি দেয়নি সরকার। এর আগে গতকাল শুক্রবার দুপুরে জুলাই সনদ স্বার অনুষ্ঠানের মঞ্চে অবস্থান নিয়ে বিােভ করেন তারা। তখন পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত ২০ বিােভকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক