October 29, 2025, 2:43 am
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

প্রার্থীদের সাথে বিএনপির হাই কমান্ডের বৈঠক

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভাগভিত্তিক মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে বৈঠক করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় গতকাল বরিশাল ও রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠকে বসেছে দলটি।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। এতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত রয়েছেন।

এদিকে, বৈঠক ঘিরে দলীয় নির্দেশনা অমান্য করে বিভিন্ন সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশীদের পে নেতাকর্মীরা গুলশান কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। এতে ওই এলাকার সড়কে যান চলাচলে বিঘœ ও জনভোগান্তি তৈরি হতে দেখা গেছে।

বৈঠকে রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশী ও নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন—মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, সদস্য রাজশাহী জেলা বিএনপি; অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক, সদস্য গোদাগাড়ী উপজেলা বিএনপি; ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম; মিজানুর রহমান মিনু, চেয়ারপারসনের উপদেষ্টা; অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, সাবেক আহŸায়ক রাজশাহী মহানগর বিএনপি; সৈয়দ শাহীন শওকত, সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ; অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সাবেক সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি; অধ্যাপক কামাল হোসেন, সদস্যসচিব বাগমারা উপজেলা বিএনপি এবং আবু সাঈদ চাঁদ, আহŸায়ক রাজশাহী জেলা বিএনপি।

এছাড়া নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার মনোনয়নপ্রত্যাশীরাও বৈঠকে উপস্থিত রয়েছেন।

বরিশাল বিভাগের মনোনয়নপ্রত্যাশী ও নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন—জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), রওনাকুল ইসলাম টিপু (বরিশাল-২), রাজীব আহসান (বরিশাল-৪), নজরুল ইসলাম খান (পিরোজপুর-১), গোলাম নবী আলমগীর (ভোলা-১), আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), নুরুল ইসলাম নয়ন (ভোলা-২) এবং নাজিম উদ্দীন আলম (ভোলা-১)।

এছাড়া পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার মনোনয়নপ্রত্যাশীরাও বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠক ঘিরে গুলশান কার্যালয়ের বাইরে দুপুরের পর থেকেই বরিশাল ও রাজশাহী বিভাগের অন্তত দুই হাজারের মতো নেতাকর্মী অবস্থান করছেন। দলীয় সূত্রে

জানা গেছে, জনসমাগম তৈরি না করার বিষয়ে দলীয় নির্দেশনা থাকা সত্তে¡ও বিভিন্ন আসনের মনোনয়নপ্রত্যাশীদের পে নেতাকর্মীরা গুলশানে জড়ো হয়েছেন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে প্রার্থী বাছাই ও করণীয় দিকনির্দেশনা দিচ্ছেন তিনি। শুরুতেই খুলনার বিভাগের ১০ জেলার অন্তত ৪০ জন প্রার্থীর সঙ্গে কথা বলেছেন তিনি।

বিএনপির দলীয় সব পদ থেকে অ্যাডভোকেট ফজলুর রহমানকে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। গত ২৬ আগস্ট দল থেকে বিষয়টি জানানো হয়। অথচ সেই স্থগিতাদেশ প্রত্যাহারের আগেই বিএনপির গুলশান কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকে ডাক পেলেন ফজলুর রহমান।

রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন ফজলুর রহমান।

বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি সোমবার (২৭ অক্টোবর) জাগো নিউজকে নিশ্চিত করেন ফজলুর রহমান। তবে পদ স্থগিত হওয়া সত্তে¡ও বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি ােভ প্রকাশ করেন।

অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ?‘আমার আসন থেকে কতজন প্রার্থী ওই মিটিংয়ে ছিল, সেটা আমি জানি না। আমাকে ডেকেছে, আমি গেছি। আর কারা প্রার্থী, সেটা আমি জানি না।’

এসময় ‘দল থেকে তো আপনার সব পদ স্থগিত করা হয়েছিল, এগুলো কি আবার সক্রিয় করা হয়েছে?’—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দেবো না। এত সহজে ফজলুর রহমানকে ফোন করে উত্তর নিয়ে নিবেন ভাবছেন?’

পদ স্থগিতের আগে ২৪ আগস্ট ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করে বিএনপি। নোটিশের লিখিত জবাব না দিয়ে তিনি সময় বাড়ানোর আবেদন করেন, যা বিবেচনায় নিয়ে আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়। পরে তিনি নোটিশের জবাব দিলেও তা দলীয় হাইকমান্ডকে সন্তুষ্ট করতে পারেনি। ফলস্বরূপ, অ্যাডভোকেট ফজলুর রহমানের সব দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক