November 13, 2025, 11:34 am
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : মূল ফোকাস ভারত ম্যাচে। ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে প্রতিবেশী দেশটির মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে আজ বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। ম্যাচটি যেহেতু প্রস্তুতি, তাই একাদশের সবাইকে ঝালিয়ে নিতে চান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। বেস্ট ইলেভেন এবং বদলি ফুটবলার মিলিয়ে ১৭ খেলোয়াড়কে মাঠে নামাতে চান বাংলাদেশ কোচ। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের মধ্যে সংবাদমাধ্যমের সঙ্গে ক্যাবরেরা বলেন, ‘আমরা ভারত ম্যাচের প্রস্তুতি নিচ্ছি। তাই নেপালের বিপক্ষে যতটা সম্ভব গেমটাইম দেব এবং ১৭ জনকেই ব্যবহার করার চেষ্টা করব।

প্রথম একাদশ এবং ছয়জন বদলি। হ্যাঁ, ভারতের বিপক্ষে ভালোভাবে প্রস্তুত হওয়া এবং জেতার দিকেই মনোযোগ দিতে চাই।’ গত সোমবার বিকেলে ঢাকায় আসা হামজা চৌধুরী গত মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেছেন। গত মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন কানাডাপ্রবাসী শমিত সোমের।

ভ্রমণ কান্তির সঙ্গে দলের সঙ্গে পুরোপুরি অনুশীলনের সুযোগ না পেলেও শমিতকে বদলি হিসেবে নেপাল ম্যাচে খেলাতে চান ক্যাবরেরা, ‘পরিকল্পনা ভালোভাবেই এগোচ্ছে।

আমরা পুরো দল নিয়ে কয়েক দফা আলোচনা করেছি, আজও এখানে আসার আগে করেছি।

আমরা এখন শুধু পরশুর ম্যাচ নিয়ে ভাবছি না, বিশেষ করে ভারতের ম্যাচ সামনে রেখে কাজ করছি। শমিত আসার পর তার অবস্থা দেখে নিতে হবে। প্রথমত, আমরা তাদের (হামজা ও শমিত) যতœ নিচ্ছি, যাতে ভারত ম্যাচে তারা সেরা অবস্থায় থাকতে পারে। তবে আশা করছি, দুজনই নেপালের বিপক্ষে খেলতে পারবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক