November 13, 2025, 11:33 am
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

রাজধানীর বিভিন্নস্থানে গাড়িতে আগুন / / আ.লীগের ঝটিকা মিছিল // ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় নিষিদ্ধ ছাত্রলীগের তালা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন বলে জানা গেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, গতকাল বুধবার ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোর পৌনে ৫টার দিকে একটি মোটরসাইকেলে দুজন এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা এসে আগুন নেভান। ততণে বাসের ভেতরের সবকিছু পুড়ে যায়। ওই বাসের চালক সাত্তার বলেন, আমি গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি চার জন লোক দুটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পরা ছিল। তাদের দেখে যখন আমি চিৎকার করলে তারা ফাঁকা মাঠে গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি হাঁটুতে আঘাত পাই। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নেয়। আমরা হতাহতের কোনো খবর পাইনি। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, ভোরে খবর পেয়ে তিনিসহ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, দুটি মোটরসাইকেলে হেলমেট পরা চার জন দুষ্কৃতকারী আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। গাজীপুরে দুটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা : গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকা এবং কাশিমপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত এবং গতকাল বুধবার ভোরে এসব ঘটনা ঘটেছে। জানা গেছে, ভোরে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন বলেন, ‘ফজরের আজানের পরপরই আমাদের স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সিটসহ অনেক অংশ পুড়ে যায়। অপরদিকে, কালিয়াকৈর-নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকার ওই সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকাল ৮টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কাশিমপুর থানার এসআই মঞ্জুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর কাশিমপুরের চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়েছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। রাত ১১টার দিকে একটি মোটরসাইকেলে দুই যুবক এসে বাসে পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রæত পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভান। ওই সময় বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের বেশ কিছু আসনসহ যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। এতে বাসের য়তি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

খুলনায় যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩ : খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড় ও সাচিবুনিয়া বাইপাস সড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। গত মঙ্গলবার রাতে উভয় স্থানে এই ঝটিকা মিছিল হয়। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, লবনচরার সাচিবুনিয়া টেক্সটাইল মিলের পাশে বাইপাস সড়কে রাত ৮ টার দিকে ৪০/৫০ জন ঝটিকা মশাল মিছিল বের করে। খুলনা জেলা যুবলীগের উদ্যোগে এ মিছিল বের হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে তাৎনিকভাবে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সেখানে এক সংপ্তি প্রতিবাদ সভার আয়োজন করে। একই সময় মহানগরীর পাওয়ার হাউজ মোড়ে ছাত্রলীগের কয়েকজন ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে সদর ও সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কেএমপির উপ-পুলিশ কমিশনার (দণি) সুদর্শন কুমার রায় বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৮/১০ জন রাতে ফেরীঘাটের মোড় থেকে মিছিল বের করার চেষ্টা করে। স্থানীয় জনতার সহযোগিতায় খুলনা ও সোনাডাঙ্গা থানা পুলিশ সেখান থেকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক