Dhaka ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৫ দফা দাবিতে অনড় জামায়াতসহ ৮ দল

  • Reporter Name
  • Update Time : ০৯:২৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১০৫ Time View

দাবি মেনে নেয়ার আল্টিমেটাম দিল সরকারকে জামায়াতসহ ৮ দল: দাবি আদায় না হলে যমুনা ঘেরাও ১৬ই নভেম্বর পর্যন্ত সময় বেধে দেয়া হল

মো. হান্নান শাহ : ১৬ নভেম্বরের মধ্যে গণভোটসহ পাঁচ দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জামায়েতে ইসলামসহ সমমনা আট দল। বুধবার (১২ নভেম্বর) এক ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতারা সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান, ১৪ নভেম্বর (শুক্রবার) ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা/মহানগর পর্যায়ে বিােভ মিছিল এবং ১৬ নভেম্বর (রবিবার) আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আট দলের শীর্ষ নেতারা।  ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্য হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশের খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ, নেজামে ইসলাম পার্টির আমির সারওয়ার কামাল আজিজি ও মহাসচিব মুসা বিন ইজহার, খেলাফত মজলিসের আমির মাওলানা আবুল বাসেত, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, জাগপার সহ সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ অন্যান্য নেতারা।

আ’লীগ ঠেকাতে মাঠে থাকবে জামায়াত, চরমোনাইসহ ৮ দল: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে ডাকা লকডাউন কর্মসূচিকে ফ্যাসিবাদীদের নাশকতা আখ্যা দিয়ে আগামীকাল বৃহস্পতিবার রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনসহ আট দল। দলগুলো আজ বুধবার আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেছে।

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতের পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার রায়ের দিন জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সরকার বলছে, নিরাপত্তা শঙ্কা নেই। তবে মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক থেকে সতর্ক থাকতে বলা হয়। বিএনপি, জামায়াত, এনসিপিকে মাঠে থাকতে অনুরোধ করা হয়। কাউকে সন্দেহ হলে, আইন হাতে তুলে না নিয়ে পুলিশকে জানাতে বলা হয়েছে।

ইসলামী আন্দোলনের আমির তথা চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বুধবার বিবৃতিতে বলেছেন, পতিত ফ্যাসিবাদের হিংস্র রূপ আবারও দেখা দিয়েছে। অগ্নিসন্ত্রাস, চোরাগোপ্তা হামলা, ককটেল হামলা করাসহ নানাভাবে ভয়ংকর দানবতুল্য সেই অপশক্তি আবার মাথাচাড়া দিয়েছে। এই শক্তিকে প্রতিহত করতেই হবে। সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করতে হবে।

ইসলামী আন্দোলনের বিবৃতিতে বলেছেন, পতিত ফ্যাসিস্ট তাদের কৃতকর্মের জন্য মা প্রার্থনা করেনি। তাদের কর্মকাÐে মনে হচ্ছে তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিদেশে বসে দেশে সন্ত্রাস উস্কে দিচ্ছে। সকল রাজনৈতিক দলের সমন্বয়ে এলাকাভিত্তিক সতর্কতা অবলম্বন করতে হবে।

বুধবার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে আট দলের বৈঠকের পর সংবাদ সংবাদ সম্মেলনে লকডাউন কর্মসূচিকে নাশকতা চক্রান্ত আখ্যা দিয়ে তা ঠেকাতে বৃহস্পতিবার মাঠে থাকার ঘোষণা দেয়। জামায়াতের সে?ক্রেটারি জেনা?রেল মিয়ার গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের সর্বস্তরের জনশক্তি বৃহস্প?তিবার দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন।

এদিকে ইসলামী ছাত্রশিবির মঙ্গলবারই জানিয়েছিল ১৩ নভেম্বর তারা রাজপথে থাকবে। গতকাল সংগঠন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার সকাল সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ঢাকা কলেজ পর্যন্ত কেন্দ্রীয়ভাবে বিােভ মিছিল করবে। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে একই কর্মসূচি পালন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

৫ দফা দাবিতে অনড় জামায়াতসহ ৮ দল

Update Time : ০৯:২৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

দাবি মেনে নেয়ার আল্টিমেটাম দিল সরকারকে জামায়াতসহ ৮ দল: দাবি আদায় না হলে যমুনা ঘেরাও ১৬ই নভেম্বর পর্যন্ত সময় বেধে দেয়া হল

মো. হান্নান শাহ : ১৬ নভেম্বরের মধ্যে গণভোটসহ পাঁচ দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জামায়েতে ইসলামসহ সমমনা আট দল। বুধবার (১২ নভেম্বর) এক ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতারা সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান, ১৪ নভেম্বর (শুক্রবার) ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা/মহানগর পর্যায়ে বিােভ মিছিল এবং ১৬ নভেম্বর (রবিবার) আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আট দলের শীর্ষ নেতারা।  ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্য হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশের খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ, নেজামে ইসলাম পার্টির আমির সারওয়ার কামাল আজিজি ও মহাসচিব মুসা বিন ইজহার, খেলাফত মজলিসের আমির মাওলানা আবুল বাসেত, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, জাগপার সহ সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ অন্যান্য নেতারা।

আ’লীগ ঠেকাতে মাঠে থাকবে জামায়াত, চরমোনাইসহ ৮ দল: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে ডাকা লকডাউন কর্মসূচিকে ফ্যাসিবাদীদের নাশকতা আখ্যা দিয়ে আগামীকাল বৃহস্পতিবার রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনসহ আট দল। দলগুলো আজ বুধবার আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেছে।

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতের পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার রায়ের দিন জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সরকার বলছে, নিরাপত্তা শঙ্কা নেই। তবে মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক থেকে সতর্ক থাকতে বলা হয়। বিএনপি, জামায়াত, এনসিপিকে মাঠে থাকতে অনুরোধ করা হয়। কাউকে সন্দেহ হলে, আইন হাতে তুলে না নিয়ে পুলিশকে জানাতে বলা হয়েছে।

ইসলামী আন্দোলনের আমির তথা চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বুধবার বিবৃতিতে বলেছেন, পতিত ফ্যাসিবাদের হিংস্র রূপ আবারও দেখা দিয়েছে। অগ্নিসন্ত্রাস, চোরাগোপ্তা হামলা, ককটেল হামলা করাসহ নানাভাবে ভয়ংকর দানবতুল্য সেই অপশক্তি আবার মাথাচাড়া দিয়েছে। এই শক্তিকে প্রতিহত করতেই হবে। সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করতে হবে।

ইসলামী আন্দোলনের বিবৃতিতে বলেছেন, পতিত ফ্যাসিস্ট তাদের কৃতকর্মের জন্য মা প্রার্থনা করেনি। তাদের কর্মকাÐে মনে হচ্ছে তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিদেশে বসে দেশে সন্ত্রাস উস্কে দিচ্ছে। সকল রাজনৈতিক দলের সমন্বয়ে এলাকাভিত্তিক সতর্কতা অবলম্বন করতে হবে।

বুধবার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে আট দলের বৈঠকের পর সংবাদ সংবাদ সম্মেলনে লকডাউন কর্মসূচিকে নাশকতা চক্রান্ত আখ্যা দিয়ে তা ঠেকাতে বৃহস্পতিবার মাঠে থাকার ঘোষণা দেয়। জামায়াতের সে?ক্রেটারি জেনা?রেল মিয়ার গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের সর্বস্তরের জনশক্তি বৃহস্প?তিবার দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন।

এদিকে ইসলামী ছাত্রশিবির মঙ্গলবারই জানিয়েছিল ১৩ নভেম্বর তারা রাজপথে থাকবে। গতকাল সংগঠন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার সকাল সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ঢাকা কলেজ পর্যন্ত কেন্দ্রীয়ভাবে বিােভ মিছিল করবে। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে একই কর্মসূচি পালন করা হবে।