বক্স অফিসে সাফল্যের পর আবারও আলোচনায় দেব-শুভশ্রী অভিনীত ছবি ‘ধূমকেতু’। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের আবেগ ছুঁয়ে গিয়েছিল। এবার সেই আবেগে ভেসে গেলেন অভিনেতা দেব নিজেও।
সম্প্রতি ছবিটির একটি স্পেশাল স্ক্রিনিং হয়। সেখানে প্রেমিকা ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে নিয়ে হাজির ছিলেন দেব। সিনেমার শেষ অংশে শুভশ্রীর সঙ্গে নিজের নানা মুহূর্তের কোলাজ পর্দায় দেখে চোখের কোণে জল এসে যায় তার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল।
দেবের মতো অনেক দর্শককেও ছবিটি দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা লিখেছেন, “দেবকে এমন আবেগপ্রবণ অবস্থায় আগে কখনও দেখিনি।”
উল্লেখ্য, দেব-শুভশ্রী জুটি একসময় শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও সম্পর্কে ছিলেন। তবে বিচ্ছেদের পর ‘ধূমকেতু’ ছিল তাদের প্রথম কাজ। এর পর আর কোনো সিনেমা বা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি, একটি অ্যাওয়ার্ড শো ছাড়া।Sorce:BSS