September 24, 2025, 9:49 pm
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

ঐশ্বরিয়ার প্রথম পারিশ্রমিক ছিল কত টাকা?

মিস ওয়ার্ল্ডের খেতাবধারী ঐশ্বরিয়া রাই বচ্চন সেই ৯০ দশক থেকে শুরু করে আজও তিনি এক ও অদ্বিতীয়। কোটি কোটি টাকার মালিক তিনি। তবে জানেন কি ক্যারিয়ারের শুরুতে মাত্র ১৫০০ টাকার বিনিময়ে কী করতে হয়েছিল তাঁকে? ১৯৯৪ সালে ।

সাফল্য কিন্তু আচমকাই তাকে ধরা দেয়নি। দীর্ঘ দিনের পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে করতে হয়েছে কঠোর অধ্যবসায়।

যেসময় রাইসুন্দরী স্ট্রাগল করছেন সেসময় তার কাছে আসে এক মডেলিংয়ের কন্ট্র্যাক্ট। এক জামাকাপড়ের দোকানের হয়ে মডেলিং করেছিলেন তিনি।

সঙ্গে ছিলেন তেজস্বিনী কোহলাপুরে, সোনালী বেন্দ্রের মতো অভিনেত্রীরাও। তখনো অবশ্য বলিউডে পরিচিতি পাননি তারা। ওই কাজের জন্যই ঐশ্বরিয়া দেওয়া হয়েছিল মাত্র দেড় হাজার টাকা। ছবিগুলো এখনো নেটমাধ্যমে রয়েছে। দেখলে অভিনেত্রীকে চিনতেই পারবেন না!

এরপর কেটেছে বহুযুগ। দক্ষতার জোরে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বিগত এক বছর ধরে অভিনেত্রীর বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় সামাজিক মাধ্যম। একের পর এক রটনা রটেছে তাকে ঘিরে। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি তাকে।

তবে ‘কান’ ফেস্টিভ্যালে সবাইকে উত্তর দিয়েছিলেন তিনি। একমাথা সিঁদুর পরে নিজের সম্পর্কের স্টেটাস স্পষ্ট করে দিয়েছিলেন বচ্চনবধূ। যদিও একশ্রেণি তা অপারেশন সিঁন্দুর-এর সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন, তবে ঐশ্বরিয়ার সেই পদক্ষেপই রাতারাতি চুপ করিয়ে দিয়েছিল ট্রোলারদের মুখ। Sorce:News24bd


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক