September 24, 2025, 9:48 pm
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান |সংগৃহীত

     একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারক সিএনএন জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক পাচারকারী চক্রগুলোর ওপর আক্রমণের কথা বিবেচনা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর ঘাঁটিতে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। সংবাদ সংস্থাগুলোর মতে, ভেনেজুয়েলার অভ্যন্তরে সক্রিয় মাদক কার্টেলগুলোর ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) একাধিক মার্কিন সূত্র সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছে, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে কমপক্ষে ১০টি যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। এগুলো মাদক চক্রের ওপর হামলায় ব্যবহার করা হবে। এই চক্রগুলোকে ‘মাদ্রক-সন্ত্রাসী’ হিসেবে তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র।

একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারক সিএনএন জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক পাচারকারী চক্রগুলোর ওপর আক্রমণের কথা বিবেচনা করছে। যা ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে ইতোমধ্যেই ক্রমবর্ধমান উত্তেজনা আরো বৃদ্ধি করবে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্র জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে। তিনি বলের, ‘ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি আমি। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং

স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে।’

তবে ট্রাম্প জানান, তারা ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের কথা বলেছেন না। তারা দেশটির অদ্ভুত নির্বাচন নিয়ে কথা বলছেন।

সূত্র : আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক