September 24, 2025, 9:48 pm
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ, নেপথ্যে কি?

বলিউডের আলোচিত অভিনেত্রী দিশা পাটানির উত্তর প্রদেশের বেরেলিতে বাসভবনের বাইরে শুক্রবার ভোরে (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় কেউ আহত হননি, তবে মুহূর্তেই শোরগোল সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসা দুই হামলাকারী দুটি রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। বাড়ির নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন দিশার পরিবার—বোন খুশবু পাটানি, বাবা জগদীশ পাটানি এবং মা পদ্মা পাটানি। দিশা নিজে মুম্বাইয়ে ছিলেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি খালি কার্তুজ উদ্ধার করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ক্রাইম ব্রাঞ্চে মামলা হস্তান্তর করা হয়েছে। বেরেলির এসএসপি অনুরাগ আর্য বলেন, ‘ভোর প্রায় ৪টা ৩০ মিনিটে গুলিবর্ষণের ঘটনা ঘটে। গোল্ডি ব্রার চক্র ও তার নেটওয়ার্ককে কেন্দ্র করে সতর্কতা জারি করা হয়েছে। হামলাকারীদের খুঁজে পেতে পাঁচটি বিশেষ টিম গঠন করা হয়েছে।’

ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার বাহিনী। ফেসবুকে প্রকাশিত পোস্টে দাবি করা হয়েছে, দিশা ও তাঁর বোন আধ্যাত্মিক গুরুদের অসম্মান করেছেন। পোস্টে আরও হুমকি দেওয়া হয়েছে, পরবর্তীতে কেউ ধর্ম বা সাধুদের প্রতি অসম্মান দেখালে তার পরিণতি ভোগ করতে হবে। একাধিক অপরাধী গোষ্ঠীর নামও পোস্টে উল্লেখ করা হয়েছে।

পুলিশ ও তদন্তকারী সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং গোয়েন্দা তল্লাশী ও আলামত সংগ্রহ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে করা ওই পোস্টের সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক