September 24, 2025, 9:48 pm
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

অসহনীয় সবজির বাজার, ফের সক্রিয় সিন্ডিকেট

নিউজ ডেস্ক:

আবার অস্থিরতা সবজির বাজারে। সরবরাহ ভালো থাকলেও নানা অজুহাতে রাজধানীসহ দেশের বাজারগুলোতে বেড়েই চলেছে সবজির দাম।গত মে মাস থেকে গ্রীষ্মকালীন সবজির উৎপাদন ভালো থাকায় বাজারে এসবের দাম ছিল সহনীয়, কিন্তু জুনের শেষ দিকে সরবরাহ ভালো থাকলেও ঊর্ধ্বমুখী হতে থাকে সবজির দরদাম। এক্ষেত্রে বিভিন্ন জেলায় বৃষ্টি ও বন্যাসহ নানা কারণ সামনে আনছেন ব্যবসায়ী-বিক্রেতারা। দুই-চারটি ছাড়া বেশির ভাগ সবজির দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে এখন ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির দামের এমন লাগামহীনতায় ক্ষুব্ধ ক্রেতারা। তারা মনে করছেন, বিগত সময়ের মতো আবার সক্রিয় হয়েছে অতি মুনাফাখোর সিন্ডিকেট। তারা নানা ছুতোয় দাম বাড়িয়ে পকেটে মুনাফা পুরছে। বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন ক্রেতাসহ ভোক্তা সংশ্লিষ্টরা।

কারওয়ান বাজারে সবজির দরদাম
ঢাকার সবচেয়ে বড় ও ব্যস্ততম কারওয়ান বাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি সাধারণত এখানেই বেশি আসে। এখান থেকে পাইকারি দরে কিনে ঢাকার অন্যান্য বাজারে নিয়ে যান বিক্রেতারা।

সরেজমিনে বাজারটি ঘুরে দেখা গেছে, এখানে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়, শসা ৮০ টাকা, ঢেঁড়স ৭০-৮০ টাকা, টমেটো ১৬০-১৮০, পটল ৮০, বরবটি ১০০, ঝিঙা ৮০, কচুর লতি ৮০-১০০, ধুন্দল ৮০, কাঁকরোল ৭০-৮০, বেগুন (গোল) ১৪০, বেগুন (লম্বা) ৮০, পেঁপে ৩০, চিচিঙ্গা ৮০ এবং কচুমুখী প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এই বাজারে লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৭০ টাকায় এবং কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক