October 25, 2025, 12:16 am
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

গোপন বিয়ে নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা ববি

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়িকা ববি হক বর্তমানে ব্যক্তিজীবন নয়, মনোযোগ দিচ্ছেন পুরোপুরি কাজের দিকে। দীর্ঘদিন ধরে তার প্রযোজক সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। এরপর ছড়িয়েছে মির্জা আবুল বাশার মামুন নামে এক ব্যবসায়ীর সঙ্গে গোপনে বিয়ের খবর।

এবার গোপন বিয়ে নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা ববি। অভিনেত্রী নিজেই জানিয়ে দিয়েছেন, ‘সবই গুজব।’

তিন বছর আগে জন্মদিনে সাকিব সনেটের শুভেচ্ছা পোস্ট থেকেই শুরু হয়েছিল ববি-সনেট প্রেমের খবর। তখন দুজনেই সম্পর্কের বিষয়টি স্বীকারও করেছিলেন। জানানো হয়েছিল, ‘নোলক’ সিনেমার শুটিং চলাকালেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে। কিন্তু এরপর থেকে ধীরে ধীরে নীরব হয়ে যান দুজনেই।

সম্পর্ক ভাঙার গুঞ্জনের বিষয়ে ববিকে প্রশ্ন করা হলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘এটা তো অনেক আগের কথা। নোলক সিনেমার সময়কার ঘটনা। তখন আমি কিছু বলেছি কি না, মনে নেই।’

বর্তমানে কারও সঙ্গে সম্পর্কে আছেন কি না এমন প্রশ্নে ববি স্পষ্টভাবে উত্তর দেন, ‘না, এখন আমি কারও সঙ্গেই সম্পর্কে নেই। কাজ নিয়েই ব্যস্ত আছি। একটা সময় কিছু ছিল, কিন্তু এখন আর নেই। তবে বন্ধুত্ব এখনো আছে।’

সম্প্রতি এক ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনের সঙ্গে ববির সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়ায়। এমনকি ওই ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তাকে ববির ‘কথিত স্বামী’ হিসেবে উল্লেখ করা হয় কিছু সংবাদে।

এই প্রসঙ্গে ববি বলেন, ‘ওসব খবর পুরোপুরি মিথ্যা। আমি যদি এসব নিয়ে কথা বলি তাহলে তারা আরও প্রচার পাবে। ওই ব্যক্তির সঙ্গে কেবল রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে আলোচনা হয়েছিল, এর বাইরে কিছু না। আবার কেউ আমার নাম ব্যবহার করে অপপ্রচার করলে আইনগত ব্যবস্থা নেব।’

সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন ববি। ফেরার পরই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন বদিউল আলম খোকন পরিচালিত নতুন সিনেমা ‘তছনছ’-এর শুটিংয়ে। এতে তার সহশিল্পী ও প্রযোজক মুন্না খান। আরও আছেন মিশা সওদাগর, দীপা খন্দকার ও জয়রাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক