November 1, 2025, 9:54 pm
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

আপনার ব্যবহৃত ফোনটির বৈধতা চেক করবেন যেভাবে

অনেকেই ফোন কেনার আগে খুব বেশি যাচাই বাছাই করেন না। ফোনটি আসল নাকি নকল সেসবের খোঁজ নেন না। তবে নকল, অবৈধ বা কোন ফোন কিনে বিপদে পড়তে পারেন যে কোনো মুহূর্তে। আগে সমস্যা না হলেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-গণপ্রজাতন্ত্রীর (বিটিআরসি) নতুন নেওয়া পদক্ষেপে বিপদে পড়তে পারেন। আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন বা আন অফিসিয়াল মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে। তবে বর্তমানে মোবাইল ফোন নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেট বা মোবাইল ফোন ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখের পূর্বে ব্যবহৃত মোবাইল ফোন আলাদাভাবে নিবন্ধনের প্রয়োজন নেই। আপনার ফোনটি অবৈধ কি না তা ঘরে বসেই যাচাই করে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতি-

ধাপ-১: মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।

ধাপ-২: অটোমেটিক বক্স আসলে হ্যান্ডসেট এর ১৫ ডিজিটের আইএমইআই (ওগঊও) নম্বরটি লিখে প্রেরণ করুন।

ধাপ-৩: ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল ফোনের/হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।

 

তবে চাইলে হবরৎ.নঃৎপ.মড়া.নফ লিংকের মাধ্যমে বিদ্যমান সিটিজেন পোর্টাল অথবা মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যে বর্ণিত সেবা গ্রহণ করা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক