November 12, 2025, 5:20 pm
শিরোনাম :
ভারতে বারবার বিস্ফোরণ ২০ বছরের রক্তাক্ত ইতিহাস পাকিস্তানে সংবিধান সংশোধন আরও ক্ষমতাধর হচ্ছেন সেনাপ্রধান ক্ষমতা কমছে সুপ্রিম কোর্টের সয়াবিন নাকি সরিষা, ক্যানসার প্রতিরোধে কোন তেল বেশি উপকারী জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না : জামায়াত সংঘাত ও জলবায়ু বিপর্যয়ের দুষ্টচক্রে বন্দি লাখো শরণার্থী : জাতিসংঘ জেনে নিন প্রতিদিন ডুমুর খাওয়ার কিছু উপকারিতা প্রতিদিন চিনি খেলে কী হয় ? বক্স অফিসের ঝড় তুলছে রাশমিকার ‘দ্য গার্লফ্রেন্ড’ অ্যানিমেশন সিনেমায় শ্রদ্ধা কাপুর পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সাইদ মামুন গুলিতে নিহত // খুনীদের গ্রেফতারে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ 
ব্রেকিং নিউজ :

সয়াবিন নাকি সরিষা, ক্যানসার প্রতিরোধে কোন তেল বেশি উপকারী

লাইফস্টাইল ডেস্ক : রান্নার তেল শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি আমাদের স্বাস্থ্যের ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বিশেষ করে দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি কমাতে তেলের সঠিক নির্বাচন অত্যন্ত জরুরি। অনেকেই জানেন না, রান্নার জন্য ব্যবহৃত তেল শরীরে কীভাবে কোষের গঠন, হরমোন ভারসাম্য ও প্রদাহের মাত্রা প্রভাবিত করতে পারে। এ বিষয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন আল্-হায়াত হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্ট ডায়টেসিয়ান ও পুষ্টিবিদ মোহাম্মদ আরিফ ইকবাল। তিনি বলেন, ক্যানসার প্রতিরোধে সবচেয়ে উপকারী তেল হিসেবে অলিভ অয়েল ও সরিষার তেলকে বিশেষভাবে উল্লেখ করা হয়। অলিভ অয়েলে থাকে প্রচুর পরিমাণে মনোআনস্যাচুরেটেড ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই ও পলিফেনল, যা শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে এবং ক্যানসার সৃষ্টিকারী কোষের বৃদ্ধি ধীর করে দেয়। গবেষণায় দেখা গেছে, অলিভ অয়েল নিয়মিত ব্যবহার স্তন, কোলন ও ত্বকের ক্যানসার প্রতিরোধে কার্যকর ভ‚মিকা রাখে। অন্যদিকে, সরিষার তেলে থাকা অ্যালাইল আইসোথায়োসায়ানেট যৌগ ক্যানসার কোষের বৃদ্ধি দমন করে এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সহায়তা করে। এই তেল বিশেষ করে ফুসফুস, পাকস্থলী ও কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক। সরিষার তেল অ্যান্টি–ইনফেমেটরি বা প্রদাহনাশক হিসেবেও কাজ করে, যা দীর্ঘমেয়াদে কোষকে সুরক্ষিত রাখে। তবে সয়াবিন তেলও একেবারে খারাপ নয়। এতে রয়েছে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা হৃদ্?রোগের ঝুঁকি কমায় এবং শরীরের ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। কিন্তু একে উচ্চ তাপে বেশি সময় ধরে ব্যবহার করলে তেলের গঠন ভেঙে ট্রান্সফ্যাট তৈরি হতে পারে, যা কোষে প্রদাহ সৃষ্টি করে এবং ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

বিশেষজ্ঞরা বলেন, যেকোনো তেলই সীমিত পরিমাণে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। অতিরিক্ত তেল শরীরের ক্যালরির ভারসাম্য নষ্ট করে ওজন বৃদ্ধি, ইনসুলিন রেজিস্ট্যান্স এমনকি হরমোনজনিত ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। তাই রান্নায় এক ধরনের তেল না ব্যবহার করে অলিভ, সরিষা ও সয়াবিন তেল পর্যায়ক্রমে ব্যবহার করলে শরীর পাবে সবধরনের পুষ্টি ও সুরক্ষা।

সূত্র: হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অব পাবলিক হেলথ, আমেরিকান ক্যানসার সোসাইটি, এবং জার্নাল অব নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক