November 7, 2025, 9:19 pm
শিরোনাম :
ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে জাতিসংঘে খসড়া প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র ফিলিপাইনে কালমেগির প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ১১৪ জনের প্রাণহানি “ঢাকাইয়া দেবদাস” ছবিতে জুটি বাঁধছেন আদর-বুবলী যে কারণে নিজের ৫০ বছরের লুক দেখার অপেক্ষায় পরীমনি নিবন্ধন না দেওয়ার যেসব কারণ দেখানো হয়েছে আমজনতার দলকে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করার কথা বললেন জামায়াত নেতা তাহের নির্বাচন নিয়ে সংকট সৃষ্টির চেষ্টা চলছে — খন্দকার মোশাররফ হোসেন ৫ দফা দাবি না মানলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে — গোলাম পরওয়ার জয়পুরহাটে মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ২ পেঁয়াজের দামে হঠাৎ মৌসুম শেষের অস্থিরতা
ব্রেকিং নিউজ :

“ঢাকাইয়া দেবদাস” ছবিতে জুটি বাঁধছেন আদর-বুবলী

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। শাকিব খানের নায়িকা হয়ে সিনেমায় পা রেখেছিলেন। দারুণ সাফল্য পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ঢাকাই সিনেমার সেরা নায়িকাদের একজন হিসেবে। নিয়মিতই তিনি কাজ করে যাচ্ছেন বৈচিত্রময় গল্প আর চরিত্রে। জুটি বাঁধছেন তরুণ সব নায়কদের বিপরীতে।

সেই ধারাবাহিকতায় বুবলীকে দেখা গেছে তরুণ চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে। তারা আবারও পর্দায় জুটি হয়ে আসতে চলেছেন। নির্মাতা জাহিদ হোসেন পরিচালনা করছেন তাদের নিয়ে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’।

সম্প্রতি আমেরিকা সফর শেষে ঢাকায় ফিরে বুবলী এই সিনেমায় কাজের খবর জানিয়েছেন। তিনি জানান, আগামী ৭ নভেম্বর ঢাকার একটি কাবে মহরতের মাধ্যমে এ ছবিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবেন তিনি। সেইসঙ্গে সেদিন থেকেই শুরু হবে ছবিটির নির্মাণ কাজ।

নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিতে আদর আজাদকে দেখা যাবে একেবারে ভিন্ন এক রূপে। আধুনিক একজন ব্যর্থ প্রেমিক হিসেবে হাজির হবেন তিনি। অপরদিকে বুবলী থাকছেন গল্পের কেন্দ্রীয় চরিত্রে। তার উপস্থিতিতে সিনেমাটি পাবে এক নতুন মাত্রা, দাবি পরিচালকের।

এর আগে বুবলী ও আদর আজাদ একসঙ্গে অভিনয় করেছেন ‘তালাশ’, ‘লোকাল’, ‘পিনিক’ ও ‘খেলা হবে’ সিনেমায়। দর্শকপ্রিয় সেই জুটিকে আবারও বড় পর্দায় দেখতে উৎসুক ভক্তরা।

‘ঢাকাইয়া দেবদাস’ মুক্তির সম্ভাব্য সময় সম্পর্কে নির্মাতারা শিগগিরই বিস্তারিত ঘোষণা দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক