November 12, 2025, 1:25 am
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

বক্স অফিসের ঝড় তুলছে রাশমিকার ‘দ্য গার্লফ্রেন্ড’

বিনোদন প্রতিবেদক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার নতুন তেলেগু ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই ছবিটি বড় ধরনের চমক দেখিয়েছে। প্রথম দিনে ১.৩ কোটি রুপি আয়ের পর, দ্বিতীয় দিনেই প্রায় দ্বিগুণ ব্যবসা করেছে ছবিটি। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিলকের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় দিনে এর আয় হয়েছে প্রায় ২.৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দুই দিনে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩.৮ কোটি রুপির বেশি। ধারণা করা হচ্ছে, দর্শকদের ‘ওয়ার্ড-অফ-মাউথ’ বা মুখে মুখে প্রচার এবং রাশমিকার আবেগঘন অভিনয়ের কারণেই এমন সাফল্য পেয়েছে ছবিটি। মুক্তির দ্বিতীয় দিনে হলগুলোতে ৩০.৭৯ শতাংশ দর্শক উপস্থিতি রেকর্ড করেছে ‘দ্য গার্লফ্রেন্ড’। সকালের শো কিছুটা ধীরগতিতে শুরু হলেও, দিনের সঙ্গে সঙ্গে গতি বেড়েছে। সকালে উপস্থিতি ছিল ১৭.৩২ শতাংশ, যা দুপুরে বেড়ে হয় ৩৩.৪৪ শতাংশ। সন্ধ্যায় এটি আরও সামান্য বেড়ে দাঁড়ায় ৩৩.৮৪ শতাংশে। তবে ছবিটি বক্স অফিসে তার আসল ঝলক দেখিয়েছে রাতের শো-গুলোতে, যেখানে দর্শক উপস্থিতি ছিল সর্বোচ্চ ৩৮.৫৫ শতাংশ। সপ্তাহের শেষে দর্শক সমাগম বৃদ্ধি পাওয়ায় বোঝা যাচ্ছে, ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। ছবিটির সাফল্য ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত রাশমিকা মান্দানা নিজেও। সোশ্যাল মিডিয়ায় তিনি তার অনুভ‚তির কথা জানিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, ‘যখন রাহুল (পরিচালক) প্রথম আমাকে এই গল্পটি শুনিয়েছিলেন, আমার মনে আছে আমি কেঁদে ফেলেছিলাম।’ রাহুল রবীন্দ্রন পরিচালিত এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ধীরাজ মোগিলিনেনি এন্টারটেইনমেন্ট, মাস মুভি মেকার্স এবং গীতা আর্টস।

রাশমিকা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ধীক্ষিত শেট্টি, অনু ইমানুয়েল, রাও রমেশ এবং রোহিণীর মতো তারকারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক