October 3, 2025, 12:49 am
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

স্বাধীন কন্ঠ নিউজ ডেস্ক  : কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে গতকাল কাজাখস্তানের ক্লাব কাইরাতকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রেকর্ড ১৫ বারের শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ।

জাবি আলোসনোর দল শনিবার লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে পরাজয়ের হতাশা নিয়ে মাঠে নেমেঠিল। তার উপর প্রায় ৭ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে কাজাক শহর আলমাতিতে গিয়ে পুঁচকে ক্লাব কাইরাতের সাথে খেলতে হয়েছে রিয়ালকে।

এমবাপ্পের তিন গোল ছাড়াও স্কোরশিটে নাম লিখিয়েছেন এডুয়ার্ডো কামভিনগা ও ব্রাহিম দিয়াজ। এই জয়ে রিয়াল দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

এই প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসেছে কাইরাত। সেল্টিকে বাছাইপর্বে পরাজিত করে তারা ইউরোপীয়ান আসরে খেলার যোগ্যতা অর্জণ করে। কিন্তু লস ব্ল্যাঙ্কোসদের সামলানোর সাধ্য তাদের ছিলনা। বিশেষ করে ফরাসি তারকা এমবাপ্পে ছিলেন অপ্রতিরোধ্য।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেছেন, ‘সপ্তাহের শেষে এ্যাথলেটিকোর বিপক্ষে কি ঘটেছে তা আমরা ভুলিনি। আমাদের মাথায় সেটা ছিল। প্রতিদিনই আমরা নিজেদের এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করি। ঐ ধরনের রাত আমরা আর দেখতে চাইনা।’

ফরাসি সুপারস্টার ইতোমধ্যেই এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৩ গোল করেছেন। দ্বিতীয়ার্ধে গোলের একটি সহজ সুযোগ নষ্ট না করলে গোলসংখ্যা হয়তো বাড়তে পারতো।

দলের প্রথম তিন গোলরক্ষকের ইনজুরির কারনে স্বাগতিক কাইরাতের গোলবার সামলানোর দায়িত্ব পড়েছিল ১৮ বছর বয়সী শেরখান কালমুরজার ওপর। ম্যাচের শুরুতে এমবাপ্পের একটি শট তিনি রুখে দিয়েছিলেন। কিন্তু ২৫ মিনিটে স্পট কিক থেকে কালমুরজাকে উল্টো দিকে পাঠিয়ে বল জালে জড়ান এমবাপ্পে। ৫২ মিনিটে গোলরক্ষক থিবো কুর্তোয়া লম্বা কিক থেকে এমবাপ্পে ব্যবধান দ্বিগুন করেন।

১৭ বছর বয়সী ফরোয়ার্ড ডাস্টান সাটপায়েভের ফ্রি-কিক অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে গেলে হতাশ হতে হয় কাইরাতকে। আগামী মৌসুমে ডাস্টানের চেলসিতে যোগ দেবার কথা রয়েছে। ডানি সেবালোসের বিপক্ষে কাইরাত একটি পেনাল্টির আবেদন করলেও ভিএআর তা বাতিল করে দেয়। ৭০ মিনিটে আরডা গুলারের ফ্লিকে এমবাপ্পে দুর্দান্ত ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূরণ করেন। ৮৩ মিনিটে বদলী খেলোয়াড় কানভিনগা ও স্টপেজ টাইমে দিয়াজ রিয়ালের শেষ দুটি গোল করলে বড় জয় নিশ্চিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক