November 28, 2025, 6:41 pm
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

ইনশাআল্লাহ আমরা সফলকাম হবো, ঢাকায় পৌঁছে বার্তা হামজার

মো: হাবিবুর রহমান :

যাকে ঘিরে সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলের উন্মাদনা আকাশ ছুঁয়েছে, সেই হামজা চৌধুরী ঢাকায় পৌঁছেছেন। ইংল্যান্ড থেকে দুপুরে দেশে এসেই উঠেছেন টিম হোটেলে। হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সাফল্য এনে দেওয়ার বার্তাও দিয়েছেন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

জাতীয় স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ উপলক্ষে সোমবার দুপুরে ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরেন হামজা। বিমানবন্দর থেকে টিম হোটেলে উঠে বার্তাও দিয়েছেন সমর্থকদের উদ্দেশে। নিরাপদে এসে পড়েছি। ইনশাল্লাহ আমরা সফলকাম হবো। ৯ তারিখে আমরা হংকংয়ের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে খেলব। ইনশাল্লাহ, সবাই আমাদের সমর্থন দিবেন।

জাতীয় স্টেডিয়ামেই মঙ্গলবার বিকালের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার। সবকিছু ঠিকঠাক থাকলে তিনটি সেশন সতীর্থদের সাথে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন তিনি।

হামজার মতো আরেক প্রবাসী ফুটবলার শোমিত সোমের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে মঙ্গলবার। গত ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়েই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল হামজার। এরপর ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছেন তিনি। ভুটানের বিপক্ষে একটি গোলও করেন। বাছাইয়ে ‘সি’ গ্রæপে টেবিলে বাংলাদেশের অবস্থান স্বস্তির নয় মোটেও। ৪ করে পয়েন্ট সিঙ্গাপুর ও হংকংয়ের। বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ১ করে। এ মুহূর্তে টেবিলে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। আসছে ম্যাচে হংকংকে হারিয়ে বাছাই পেরুনোর আশার পালে জোর হাওয়া দিতে মরিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক