October 10, 2025, 3:51 pm
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

নাইজেরিয়াকে বিধ্বস্ত করে বিশ্বকাপের কোয়ার্টারে আর্জেন্টাইন যুবারা

স্পোর্টস ডেস্ক : ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোয় নাইজেরিয়াকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা। ম্যাচটিতে ৪-০ ব্যবধানে জয়লাভ করে আলবিসেলেস্তেরা।
শুরু থেকে শেষ পর্যন্ত একচ্ছত্র আধিপত্য ছিল দক্ষিণ আমেরিকার তরুণদের। তাদের নেতৃত্বে ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বর্নমাউথের ডিফেন্ডার হুলিও সোলের।
টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ বাদে সব খেলায় মাঠে নেমেছেন সোলের। তার নেতৃত্বেই আগ্রাসী ফুটবলে ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড নেয় আর্জেন্টিনা। বায়ার লেভারকুজেন ফরোয়ার্ড আলেহো সারকো ডিলান গোরোসিতোর নিখুঁত পাস পেয়ে কাছ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাহের কাররিজো। বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত ফ্রি-কিক গোলরক্ষকের নাগাল ছাড়িয়ে পোস্টের ভেতর ঢুকে যায়।
প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেয়েছিল নাইজেরিয়া, তবে কাজে লাগাতে পারেনি। তাদের সেরা সুযোগ আসে তাহির মাইগানার একক প্রচেষ্টায়, কিন্তু গোলরক্ষক সান্তিনো বারবি অসাধারণ সেভে রুখে দেন সেই শট। এরপর দুইবার পেনাল্টির আবেদন করে নাইজেরিয়া। প্রথমটি উপেক্ষা করেন রেফারি মৌরিজিও মারিয়ান, দ্বিতীয়টি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পরও বাতিল হয়।
বিরতির ঠিক আগে দলটির অধিনায়ক ড্যানিয়েল বামেয়ির শটও আটকে দেন গোলরক্ষক বারবি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় নাইজেরিয়া। কিন্তু আর্জেন্টিনা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৫৭তম মিনিটে মিল্টন ডেলগাডোর পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন মাহের কাররিয়ো, ব্যবধান বাড়ে ৩-০ তে। দুই মিনিট পরই বড় সুযোগ নষ্ট করেন নাইজেরিয়ার হারুনা আলিউ, হেডে বল পাঠান পোস্টের বাইরে।

৬৬তম মিনিটে ম্যাচের চতুর্থ গোলটি করেন মাতো সিলভেত্তি। বক্সের ভেতর বল পেয়ে নিখুঁতভাবে নিচের বাঁ দিকের কোনায় পাঠিয়ে দেন তিনি। ৭৮তম মিনিটে নাইজেরিয়ার ইমানুয়েল একেলেকে বিপজ্জনক ট্যাকলের জন্য প্রায় লাল কার্ড দেখতে হচ্ছিল, তবে ভিএআর পর্যালোচনার পর তিনি বেঁচে যান।

শেষ সময়ে আর কোনো গোল হয়নি। ম্যাচের শেষ দিকে সিলভেত্তির নেওয়া শট ফিরিয়ে দেন নাইজেরিয়ার গোলরক্ষক ইবেনেজার হারকোর্ট। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয়ে দাপুটে পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক