দেবাশীষ মজুমদার : গত বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, বিকাল ৪:০০টায়: ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পুরান ঢাকার ৩০ নং ওয়ার্ডে ধারাবাহিকভাবে মশক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, নার্সিং কলেজসহ আশেপাশের এলাকা, অলিগলি ও আবাসিক অঞ্চলে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম সম্পন্ন করা হয়।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ৩০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফরিদ উদ্দিন জুয়েল।
তিনি বলেন- “আমাদের শিা প্রতিষ্ঠান, হাসপাতাল, নার্সিং কলেজসহ আশেপাশে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে আমরা সব সময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাবো। আমরা চাই, সবাই মিলে একটি সুন্দর ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তুলতে পারি।”
তিনি আরও জানান,“আমাদের ওয়ার্ডে ভলেন্টিয়ার টিম গঠন করা হয়েছে। যে কোনো প্রয়োজনে আমরা জনগণের পাশে আছি। আমাদের নেতা তারেক রহমান জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন, তাই আমরা সর্বদা মানুষের পাশে আছি।”
আগামী কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “দল যদি মনে করে এবং এলাকার মানুষ যদি চান, আমি অবশ্যই নির্বাচন করবো এবং ওয়ার্ডের সকল মানুষের পাশে থাকবো।”
সর্বশেষে তিনি এলাকাবাসীর উদ্দেশে আহ্বান জানান “প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সতর্ক থাকুন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাই আমাদের প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র।”
উল্লেখ্য, উক্ত মশক নিধন কর্মসূচিতে ফগার মেশিনের মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন স্থানে মশা নিধনের কাজ সম্পন্ন করা হয়।
Reporter Name 












