November 15, 2025, 5:56 pm
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

`ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে পুরান ঢাকার রাস্তায় নীরবতা : সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

দেবাশীষ মজুমদার :

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে দেখা গেছে চাপা আতঙ্ক। বিশেষ করে পুরান ঢাকার প্রধান সড়কসমূহ — সদরঘাট, জজকোর্ট এলাকা, রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্কের মোড় — দুপুর ২টার দিকেও ছিল প্রায় ফাঁকা। সাধারণত এই সময়টায় জনসমাগমে মুখর থাকে এসব এলাকা, কিন্তু আজ দেখা গেছে ব্যস্ততম সড়কগুলোতেও যানবাহনের সংখ্যা ছিল অতি সীমিত। কোথাও যানজটের চিহ্নও মেলেনি। স্বল্প সংখ্যক পরিবহনে কর্মজীবী মানুষ ছুটে চলেছে নিজ নিজ কর্মস্থলে। এদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে বাড়ানো হয়েছে টহল ও নিরাপত্তা ব্যবস্থা।

রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানপাট আংশিক খোলা থাকলেও সাধারণ মানুষের মধ্যে ছিল কিছুটা আতঙ্ক ও অনিশ্চয়তার পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক