September 25, 2025, 2:29 am
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

হঠাৎ ব্রাজিল স্কোয়াডে পরিবর্তন

দিন দুয়েক আগে বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই রাউন্ডের জন্য খেলোয়াড় তালিকা প্রকাশ করে ব্রাজিল। তবে দু’দিন না যেতেই দলে এসেছে পরিবর্তন, বদলে গেছে ব্রাজিলের স্কোয়াড।

ঘোষিত দলে এসেছে একটি পরিবর্তন। মিডফিল্ডার জোয়েলিংটনকে সরিয়ে দিয়েছেন কার্লো আনচেলত্তি, বদলে দলে ডেকেছেন লুকাস অলিভেইরাকে। যার এখনো জাতীয় দলে অভিষেক হয়নি।

গত সোমবার প্রিমিয়ার লিগে লিভারপুলের মুখোমুখি হয়েছিল নিউক্যাসল ইউনাইটেড। ৩-২ গোলে হারের ওই ম্যাচে চোটে পড়েন দলটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোয়েলিংটন।

যে চোট তাকে ছিটকে দিলো জাতীয় দল থেকেই। ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে ছিলেন জোয়েলিংটন। তিনি চোটে পড়ায় স্কোয়াডে পরিবর্তন আনতে হলো আনচেলত্তিকে।

তার পরিবর্তে মিডফিল্ডার লুকাস অলিভেইরাকে দলে ডেকেছেন আনচেলত্তি। জাতীয় দলে অভিষেক না হওয়া অলিভেইরা ক্লাব ক্যারিয়ারে ২৬১ ম্যাচ খেলে ২০ গোলের পাশাপাশি ১৮ অ্যাসিস্ট করেছেন।

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে থাকা আরো এক সদস্য চোটে পড়েছেন। তিনি আলেক্স স্যান্দ্রো। দল থেকে ছিটকে গেছেন তিনিও। তবে স্যান্দ্রোর বদলি কাউকে নেয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছে ব্রাজিল।

উল্লেখ্য, এবারের ফিফা উইন্ডোতে ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের দু’টি ম্যাচ খেলবে চিলি ও বলিভিয়ার সাথে। মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে ম্যাচটি হবে ৪ সেপ্টেম্বর ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি হবে ৯ তারিখ এল আল্টোতে।

ব্রাজিল স্কোয়াড

গোলকিপার : অ্যালিসন, বেন্তো ও হুগো সৌজা।

ডিফেন্ডার : আলেক্স স্যান্দ্রো, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কিনিয়োস, আলেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্তোস, ভেন্ডারসন ও ওয়েসলি।

মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, লুকাস অলিভেইরো ও লুকাস পাকেতা। source : nayadiganta


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক