নিজস্ব প্রতিবেদক : পাঁচ দাবিতে জাতীয় প্রেসকাব থেকে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল করে ইবতেদায়ি মাদরাসার শিকরা। মিছিল নিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেডে-জলকামান ও লাঠিচার্জ করে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় প্রেস কাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল যাত্রা শুরু করেন মাদরাসার শতশত শিক।
এসময় ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের ল্য করে ৭টি সাউন্ড গ্রেনেড নিপে করে। এরপর জলকামান ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকারীদের। পুলিশ আন্দোলনরত শিকদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর শিকরা আবারও জাতীয় প্রেস কাবের সামনে চলে আসেন। ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহŸায়ক শামসুল আলম, কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।
ইবতেদায়ি শিকদের ‘ভুখা মিছিলে’ পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড
শিকদের দাবিগুলো হলো
১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রæত বাস্তবায়ন করতে হবে।
২. শিা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিা বিভাগ কর্তৃক প্রেরিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের ল্েয যাচাই-বাছাই করা ফাইলসমূহ দ্রæত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে।
৩. স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ করতে হবে।
৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে।
৫. প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।