October 30, 2025, 4:51 pm
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

নির্বাচন নাও হতে পারে, জুলাই সনদ আগে হতে হবে: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন কোনো কারণে অনুষ্ঠিত না-ও হতে পারে, কিন্তু ‘জুলাই সনদ’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল এবং এটি সবার আগে বাস্তবায়ন করতে হবে। গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে একটি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রæজের নেতৃত্বে সফররত একটি প্রতিনিধিদলের সঙ্গে তার এ বৈঠক হয়। ডা. তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিভিন্ন রাজনৈতিক দল মনে করে যে, একটি সরকারি আদেশের মাধ্যমে এর আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন এবং পরবর্তীতে এর ওপর একটি গণভোট আয়োজন করা দরকার। তিনি জাতীয় ঐকমত্য কমিশনের (এনসিসি) দেওয়া প্রস্তাব দ্রæত কার্যকর করার এবং সেই আদেশের ওপর ভিত্তি করে গণভোট আয়োজনের দাবি জানান। জামায়াতের এই শীর্ষ নেতা মনে করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করাটাই যথার্থ পদপে হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নভেম্বর মাসের মধ্যেই এই গণভোট অনুষ্ঠিত হতে পারে। জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে ডা. তাহের বলেন, জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তা না হলে আগামী নির্বাচনগুলোতেও এই (সংস্কারের) চাপ বজায় থাকবে। আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও কথা বলেন ডা. তাহের। তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র?্যাব)-সহ সব আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যদের সার্বণিক অবস্থান নিশ্চিত করা প্রয়োজন। ডা. তাহের দাবি জানান, এবারের নির্বাচনে এসব বাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, বরং ভোটকেন্দ্রের ভেতরে স্থায়ীভাবে মোতায়েন রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক