November 7, 2025, 9:17 pm
শিরোনাম :
ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে জাতিসংঘে খসড়া প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র ফিলিপাইনে কালমেগির প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ১১৪ জনের প্রাণহানি “ঢাকাইয়া দেবদাস” ছবিতে জুটি বাঁধছেন আদর-বুবলী যে কারণে নিজের ৫০ বছরের লুক দেখার অপেক্ষায় পরীমনি নিবন্ধন না দেওয়ার যেসব কারণ দেখানো হয়েছে আমজনতার দলকে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করার কথা বললেন জামায়াত নেতা তাহের নির্বাচন নিয়ে সংকট সৃষ্টির চেষ্টা চলছে — খন্দকার মোশাররফ হোসেন ৫ দফা দাবি না মানলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে — গোলাম পরওয়ার জয়পুরহাটে মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ২ পেঁয়াজের দামে হঠাৎ মৌসুম শেষের অস্থিরতা
ব্রেকিং নিউজ :

জয়পুরহাটে মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ২

নিজস্ব প্রতিবেদক :  জয়পুরহাটে বিএনপির মনোনয়ন কেন্দ্র করে দুই পরে নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা শহরে এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। জানা গেছে, মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা উপজেলা পরিষদ এলাকায় সমবেত হলে ধানের শীষ মনোনীত প্রার্থী সাবেক ডিসি ও সচিব আব্দুল বারীর সমর্থকরা তাদের ওপর হামলা চালান। একপর্যায়ে দুই পরে মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় মোস্তফা গ্রæপের দুইজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুপই ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আবারো গোলাম মোস্তফার নেতাকর্মীরা পূর্ণ গোপিনাথপুর এলাকায় বিােভ মিছিল করেন। আক্কেলপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুজন সামান্য আহত হয়েছে। এর আগে, জয়পুরহাট-২ (কালাই, তেলাল, আক্কেলপুর) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকরা বিােভ ও মশাল মিছিল করেছেন। গত বুধবার রাত ৮টার দিকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর এবং রায়কালী বাজারে বিােভ করেন তারা। এ সময় দলের প্রার্থী আব্দুল বারীর মনোনয়ন বাতিল করার আহŸান জানান তারা। মশাল মিছিলে বিােভকারীরা সদ্য মনোনয়ন পাওয়া সাবেক সচিব ও ঢাকার সাবেক জেলা প্রশাসক আব্দুল বারীর মনোনয়ন বাতিল করে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান। তারা আব্দুল বারীকে ‘অতিথি পাখি’ আখ্যা দিয়ে ¯েøাগান দিতে থাকেন। এ সময় বিােভকারীরা অভিযোগ করেন, ‘দীর্ঘ ১৭ বছর মাঠে থেকে বিএনপির জন্য কাজ করা পরীতি নেতা গোলাম মোস্তফাকে বঞ্চিত করে বহিরাগত অরাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে রাজনৈতিক মাঠে কখনও দেখা যায়নি, এমনকি কোনো আন্দোলন-সংগ্রামেও অংশ নেননি। তিনি ‘অতিথি পাখির মতো’ হঠাৎ এলাকায় এসে মনোনয়ন পেয়ে গেছেন, এতে আমরা হতাশ হয়েছি। বিােভ ও মশাল মিছিলে অংশ নেন গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক আপেল মাহমুদ বকুল, সাবেক আহŸায়ক হুমায়ুন কবির রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক রফিকুল ইসলাম, রায়কালী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মতিউর রহমান মতু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সাবেক সহসভাপতি আবুল খায়ের, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শরিফ মেম্বারসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক