মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরণে
উপদেষ্টার ব্যবসাপ্রতিষ্ঠান ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়সহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ করে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, সকাল ৫টা ৪০ মিনিটে খবর পাওয়া যায়, মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অগ্নিসংযোগের ঘটনা হতে পারে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাস্থলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
রাজধানীতে উপদেষ্টার ব্যবসাপ্রতিষ্ঠান ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়সহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ : রাজধানীতে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসাপ্রতিষ্ঠান ‘প্রবর্তনা’, গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়সহ তিনটি স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহত হয়নি। গত রোববার দিবাগত রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। গতকাল সোমবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসাপ্রতিষ্ঠান ‘প্রবর্তনা’কে ল্য করে দুটি ককটেল নিপে করা হয়। পুলিশ জানায়, সকালে একটি মোটরসাইকেলে
দুই আরোহী এসে ফরিদা আক্তারের প্রবর্তনা প্রতিষ্ঠানের ভেতরে একটি ও রাস্তার ওপর আরেকটি ককটেল নিপে করে পালিয়ে যায়। দুটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, সকালের দিকে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের উপদেষ্টার ব্যবসাপ্রতিষ্ঠান ল্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ করেছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। ?এদিকে, গত রাত ২টা ৪৩ মিনিটে মিরপুরের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে করে সাদা পোশাকে দুই জন ব্যক্তি এসে গ্রামীণ ব্যাংকের সামনে দাঁড়ায়। এ সময় তাদের মুখে গামছা বাঁধা ছিল। মুহূর্তের মধ্যেই তারা পরপর দুইটি ককটেল নিপে করে মোটরসাইকেল নিয়ে দ্রæত পালিয়ে যায়। অন্যদিকে, গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি ২৭ নম্বর মাউডাস সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টায় একটি মোটরসাইকেলে দুই-তিনজ ন এসে একটি ককটেল নিপে করে। এতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হলে আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খিলগাও ফাইওভারের উপরে আরেকটি ককটেল বিস্ফোরণের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে জানা যায়নি। মিরপুর–১০ নম্বর গোল চত্বরের ফুটওভার ব্রিজের (পদচারী সেতু) ওপর থেকে কেউ বিস্ফোরণ ঘটাতে পারে বলে ধারণা করছেন তাঁরা। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ককটেল বিস্ফোরণকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কে কর্তব্যরত কর্মকর্তা শিহাব সরকার প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।