September 24, 2025, 11:02 pm
শিরোনাম :
ব্রেকিং নিউজ :

বাংলাদেশকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে নেদারল্যান্ডস: স্কট এডওয়ার্ডস

সিলেটে আগামী ৩০ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডস দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস জানিয়ে দিলেন, প্রতিপক্ষ বাংলাদেশ হলেও জয়ই তাদের লক্ষ্য।

এ সময় স্কট এডওয়ার্ডস জানিয়েছেন, সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল। তিনি আশা করছেন সিরিজটি হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে স্বীকার করেন, নিজেদের মাটিতে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ।

এডওয়ার্ডসের বিশ্বাস, যে কোনো দলকেই পরাজিত করার সামর্থ্য রাখে নেদারল্যান্ডস। যদিও সিলেটের পিচ সম্পর্কে এখনো তাদের স্পষ্ট ধারণা নেই।

বাংলাদেশের বোলিং লাইনআপ, বিশেষ করে পেস আক্রমণকে প্রশংসা করে এডওয়ার্ডস বলেন, ‘বাংলাদেশের পেস আক্রমণ দারুণ। সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’

এদিকে সিলেটে সিরিজের প্রস্তুতি শুরু করেছে নেদারল্যান্ডস দল। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে অনুশীলনে নেমেছিল তারা। খেলোয়াড়দের মধ্যে দেখা গেছে আত্মবিশ্বাসী ও ফুরফুরে মেজাজ। তবে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে সিলেটের বৃষ্টি, যা অনুশীলনের মাঝপথে ব্যাঘাত ঘটায়।

news24bd.tv/AH


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক