সান্তোসের অনুশীলনে ঊরুতে চোট ধরা পড়ে নেইমারের। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর সেটি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) জানিয়েছে সান্তোস। সেই চোটই ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়ার কারণ বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। যদিও আগস্টের শেষ নাগাদই সান্তোসের ক্যাম্পে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। তবুও ব্রাজিল কোচ পূর্ণ ফিট খেলোয়াড়দের তার স্কোয়াডে চান।
এদিকে, সান্তোসের ক্যাম্পে ফেরার আগে জিমে চোট পুনর্বাসন শুরু করেছেন নেইমার। ইনস্টাগ্রাম স্টোরিতে সেসব ছবির সঙ্গে একটি ক্যাপশন দিয়েছেন এই সেলেসাও তারকা, ‘লক্ষ্য পূরণের আকাঙ্ক্ষা, দৃঢ় সংকল্প এবং অবিচল অধ্যবসায় থেকে সাফল্য আসে। আপনি যদি চূড়ান্ত লক্ষ্যে না–ও পৌঁছাতে পারেন, তবুও যারা বাধা খুঁজে বের করে তা অতিক্রম করে, তারা প্রশংসনীয় কিছুই অর্জন করবে।’
বিশ্বকাপ বাছাইয়ে ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে ব্রাজিল। যার জন্য দল ঘোষণার সময় নেইমারের চোট নিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার ছোটখাটো চোটে পড়েছিল গত সপ্তাহে। বাছাইপর্বে আমরা শেষ দুটি ম্যাচ খেলব এবং এই ম্যাচগুলো ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তাই আমাদের সেরা অবস্থায় থাকা খেলোয়াড়দের প্রয়োজন, যারা সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারবে। বাছাইপর্বের ধাপটা আমরা ভালোভাবে শেষ করতে চাই।’