ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলমান টুর্নামেন্টে এটি বাংলাদেশের চতুর্থ ম্যাচ। আগের দেখায় ২৪ আগস্ট নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালের পথে টিকে থাকতে পরবর্তী ম্যাচে ভারতকে হারানোই এখন প্রধান লক্ষ্য, কারণ প্রথম পর্বে ভারতেই হেরেছিল বাংলাদেশ।
গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৮ মিনিট পর্যন্ত। ওই সময়ে থৈনু মারমা একক প্রচেষ্টায় নেপালের রক্ষণভাগ চিরে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সুরভী আকন্দ প্রীতি। ইনজুরি সময়ে কর্নার থেকে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে একটি গোল শোধ দেয় নেপাল।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নেপাল, তবে সফল হতে পারেনি। উল্টো ৭৬ মিনিটে কর্নার থেকে ফাঁকায় বল পেয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন প্রীতি। ৮৫ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই তরুণ ফরোয়ার্ড।
এই জয়ে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এখন শিরোপা লড়াইয়ে টিকে আছে বাংলাদেশ। তবে ফাইনালে উঠতে হলে পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেতেই হবে। প্রথম পর্বে ভারতের কাছে হারায় কিছুটা ব্যাকফুটে আছে লাল-সবুজরা।
news24bd.tv/AH